1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গুপ্তচর সন্দেহে চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্র

২৬ সেপ্টেম্বর ২০১৮

চীনা গোয়েন্দা সংস্থাকে সহায়তার সন্দেহে এক চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে মার্কিন যুক্তরাষ্ট্র৷ দেশটির বিজ্ঞানী এবং ইঞ্জিনিয়ারদের উপর তিনি নজরদারি করছিলেন বলে জানিয়েছে মার্কিন বিচার মন্ত্রণালয়৷

https://p.dw.com/p/35X3S
USA China Symbolbild Wirtschaftskrieg
ছবি: picture-alliance/dpa/A. Wong

চীনা নাগরিক শি চাকুয়েই ২০১৩ সালে উচ্চশিক্ষা নিতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন৷ ইলিনয় ইন্সটিটিউট অফ টেকনোলজিতে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে অধ্যয়ন করছিলেন তিনি৷ ২০১৬ সালে ‘ইউএস আর্মি রিজার্ভ'-এ নিজেকে অন্তর্ভূক্ত করতে সক্ষম হন তিনি৷

অভিযোগ উঠেছে অন্তত আটজন মার্কিন ইঞ্জিনিয়ার এবং বিজ্ঞানীর সঙ্গে যোগাযোগ করেছিলেন জি, যার মধ্যে সাতজনই অতীতে মার্কিন সামরিকবাহিনীর সঙ্গে কাজ করেছেন বা এখনো কর্মরত আছেন৷ তাঁরা সবাই মার্কিন নাগরিক হলেও তাঁদের জন্ম চীন বা তাইওয়ানে হয়েছিল৷

মার্কিন বিচারবিভাগএক বিবৃতিতে জানিয়েছে, শি চাকুয়েই'র বিরুদ্ধে মার্কিন কর্তৃপক্ষকে না জানিয়ে একটি বিদেশি সরকারের এজেন্ট হিসেবে প্রতক্ষ্যভাবে কাজ করার অভিযোগ আনা হয়েছে৷ এফবিআইয়ের তদন্তে তাঁর সঙ্গে এক চীনা গোয়েন্দা কর্মকর্তার ২০১৩ সালে টেক্সট ম্যাসেজ আদান-প্রদানের প্রমাণও পাওয়া গেছে বলে জানা গেছে৷ তিনি নাকি সেই কর্মকর্তার সঙ্গে পরবর্তীতে একাধিকবার সাক্ষাৎ করেছেন৷ 

উল্লেখ্য, শি-কে মঙ্গলবার শিকাগোর আদালতে হাজির করা হয়৷ তিনি তখন আইনজীবীর মাধ্যমে তাঁকে গ্রেপ্তারের খবর চীনা কনস্যুলেটে জানানোর দাবি জানান৷ যে অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে তার সর্বোচ্চ শাস্তি দশ বছরের কারাদণ্ড৷

এআই/এসিবি (এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান