1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

Europe warns against ejecting workers

রিয়াজুল ইসলাম৩০ অক্টোবর ২০০৮

বিশ্বের বর্তমান অর্থনৈতিক সংকটের কারণে ইউরোপের নানা দেশ তাদের অভিবাসন আইন কঠোর করেছে৷ কিন্তু এর ফলে গোটা ইউরোপে আরও বেশী অবৈধ অভিবাসীর সংখ্যা বেড়ে যেতে পারে বলে ধারনা করছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো৷

https://p.dw.com/p/FkUN
ইউরোপের অনেক দেশে মানবেতর জীবনযাপন করছে অবৈধ অনুপ্রবেশকারীরাছবি: AP

চলমান অর্থ সংকটের কারণে আগামী সময়গুলোতে ইউরোপের দেশগুলোতে অবৈধ অভিবাসীদের সংখ্যা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে৷ কারণ দেশগুলোতে ক্রমেই বেকারত্ব বেড়ে চলেছে এছাড়া বেশ কিছু দেশ ভিসা দেয়ার ক্ষেত্রে কড়াকড়িও করছে৷ তাই অবৈধভাবে আগমনের সংখ্যা আরও বেড়ে যেতে পারে৷

Illegale Einwanderer in Sizilien werden medizinisch versorgt
জীবন বাজি রেখে ইউরোপে প্রবেশের চেষ্টা ...ছবি: AP

যেমনটি ধরা যাক স্পেনের কথা৷ গত কয়েক বছর ধরে স্পেনের নির্মাণ শিল্পে বেশ জোয়ার যাচ্ছে৷ এজন্য আফ্রিকা থেকে অনেক নির্মাণ শ্রমিক গত কয়েক বছরে সেখানে গিয়েছে কাজ করার জন্য৷ কিন্তু এ বছরের শুরুর দিকে এ নির্মাণ শিল্পে মন্দাবস্থা শুরু হলে হাজার হাজার শ্রমিক ছাটাইয়ের শিকার হয়৷ গত বছর স্পেনে ১০ লাখ অভিবাসী এসেছে৷ কিন্তু এখন সেখানকার ১১ শতাংশেরও বেশী লোক বেকার যা ইইউভুক্ত দেশগুলোর মধ্যে সর্বোচ্চ৷ এ পরিস্থিতিতে স্পেন ইতিমধ্যে অভিবাসন আইনে বেশ কড়াকড়ি আরোপ করতে বাধ্য হয়েছে৷ একইভাবে অবৈধ অভিবাসী ঠেকাতে যুক্তরাজ্যও তাদের নতুন অভিবাসন আইন আরও কঠোর করেছে৷

কিন্তু কেবল স্পেন কিংবা যুক্তরাজ্য নয় আরও অনেক দেশেই অভিবাসীরা তাদের কাজ হারাতে চলেছে৷ আন্তর্জাতিক শ্রম সংগঠন বা আইএলওর ধারনা মতে আগামী বছরের শেষ নাগাদ গোটা বিশ্বে দুই কোটি লোক তাদের কাজ হারাবে৷

তবে কেবল বিদেশ থেকে আসা শ্রমিকদের ফেরত পাঠিয়ে ইউরোপের দেশগুলো সমস্যা সমাধান করতে পারবে না বলে জাতিসংঘ সতর্ক করে দিয়েছে৷ বরং এর ফলে বৈধ অভিবাসীদের সংখ্যা কমে গিয়ে অবৈধ অভিবাসীদের সংখ্যাকে আরও বাড়িয়ে তুলবে৷ এ অবস্থার সৃষ্টি যাতে না হয় সেজন্য ইউরোপীয় ইউনিয়ন ইতিমধ্যেই দেড় কোটি ইউরোর একটি উদ্যোগ হাতে নিয়েছে৷ জাতিসংঘের সঙ্গে যৌথভাবে তারা কাজ করবে ইইউভুক্ত দেশগুলোতে কর্মরত বিদেশী শ্রমিকদের স্বার্থরক্ষায়৷

Italien - Flüchtlingsdrama
অবৈধ পথে ইউরোপে প্রবেশ করতে গিয়ে মারা পড়েছে অনেকে ...ছবি: picture-alliance/ dpa

বুধবার ম্যালিনায় গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন এন্ড ডেভেলপমেন্ট এ কর্মসূচি শুরুর ঘোষণা দেয়া হয়৷ জাতিসংঘ মহাসচিবের অভিবাসন বিষয়ক বিশেষ প্রতিনিধি পিটার সাদারল্যান্ড বলেন, অর্থনৈতিক সংকট সত্বেও ধনী দেশগুলোর উচিত হবে না দরিদ্র দেশগুলো থেকে শ্রমিক আনা বন্ধ করা৷ আমরা দেখেছি অভিবাসন সংক্রান্ত আইনগুলো কতটা অকার্যকর হতে পারে৷ এসব আইন আসলে কাজে আসছে না৷ যাদের প্রয়োজন রয়েছে তারা কোন না কোনভাবে অন্যদেশে পাড়ি জমাবেই৷

উল্লেখ্য, ইন্টারন্যাশনাল ট্রেড ইউনিয়ন কনফেডারেশনের তথ্য মতে বর্তমানে সারা বিশ্বে প্রায় চার কোটি অভিবাসী আছে৷ এদের এক চতুর্থাংশই অবৈধ৷ সবচে বেশী অবৈধ অভিবাসী বসবাস করে মার্কিন যুক্তরাষ্ট্রে৷ কনফেডারেশনের প্রেসিডেন্ট শারান বুরো বলেছেন, আমাদের ধারনা এ অবৈধ অভিবাসীদের সংখ্যা ভবিষ্যতে আরও বাড়বে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য