1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চাঁদের পথে ভারত

অনিল চট্টোপাধ্যায়২২ অক্টোবর ২০০৮

সাফল্যের সঙ্গে মানুষবিহীন নভোযান চন্দ্রযান-১ সাফল্যের সঙ্গে উত্‌ক্ষেপণ করে, মহাকাশ অভিযানে বিশ্বের ৬টি দেশের মধ্যে বুধবার স্থান করে নিলো ভারত৷

https://p.dw.com/p/Fezy
৪৪ মিটার দীর্ঘ, ৩১৬ টন ওজনের পিএসএলভি রকেটছবি: picture-alliance/dpa

৪৪ মিটার দীর্ঘ, ৩১৬ টন ওজনের পিএসএলভি রকেট প্রথম পর্যায়ে ১৩৮০ কিলোগ্রাম ওজনের চন্দ্রযানটি পৃথিবীর কক্ষপথে স্থাপন করে, উত্‌ক্ষেপনের ১৮ মিনিটের মাথায়৷

দ্বিতীয় পর্যায়ে, মোটর-চালিত চন্দ্রযানটি পৃথিবী থেকে ৩ লাখ ৮৭ হাজার কিলোমিটার দূরে চাঁদের দিকে পাড়ি দেবে৷ চাঁদের কক্ষপথ দুবছর ধরে প্রদক্ষিণ করবে৷ চন্দ্রযানে আছে ১১টি বৈজ্ঞানিক যন্ত্রপাতি৷ চন্দ্র অভিযানের মূল উদ্দেশ্য হলো, চন্দ্রপৃষ্ঠের ত্রিমাত্রিক ছবি তুলে চাঁদের মানচিত্র তৈরি করা, খনিজ পদার্থ অনুসন্ধান করা, চাঁদের দুই মেরুতে বরফ ও পানির খোঁজ করা, চাঁদের মাটির রাসায়নিক বিশ্লেষণ করা এবং চাঁদের মধ্যাকর্ষণ তথা চাঁদের মাটিতে ভবিষ্যত্‌ চন্দ্রযান অবতরণের প্রযুক্তিজ্ঞান উন্নত করা৷

এই চন্দ্র অভিযানে ব্যয় হয়েছে প্রায় ৮শ কোটি টাকা, যা অন্যান্য দেশের চেয়ে কম৷

ভারতীয় বিজ্ঞানীদের এই সাফল্যকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি প্রতিভা পাটিল, প্রধানমন্ত্রী মনমোহন সিং, সংসদ সদস্য এবং শীর্ষস্থানীয় নেতারা৷ ভারতীয় বিজ্ঞানের ইতিহাসে এই সাফল্য এক মাইল ফলক হয়ে থাকবে৷