1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজচীন

চীনা হামলার ভুল খবর প্রকাশ করে ক্ষমা চাইল তাইওয়ানের টিভি

২০ এপ্রিল ২০২২

তাইওয়ানের রাজধানী তাইপেতে চীন হামলা চালিয়েছে বলে খবর  প্রকাশ করে ক্ষমা চেয়েছে তাইওয়ানের সরকার নিয়ন্ত্রিত একটি টিভি চ্যানেল৷  ভুল করে এই খবর প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে চ্যানেলটি৷

https://p.dw.com/p/4A9Pq
তাইওয়ানের রাজধানী তাইপেতে চীন হামলা চালিয়েছে বলে খবর  প্রকাশ করে ক্ষমা চেয়েছে তাইওয়ানের সরকার নিয়ন্ত্রিত একটি টিভি চ্যানেল৷  ভুল করে এই খবর প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে চ্যানেলটি৷
তাইওয়ানের স্বাধীনতা চত্বরছবি: Ceng Shou Yi/NurPhoto/picture alliance

বুধবার সকালে সংবাদ সম্প্রচারকালে চাইনিজ টেলিভিশন সিস্টেম নামের টিভি চ্যানেলটির তাৎক্ষণিক সংবাদের টিকারে দেয়া খবরে বলা হয়, তাইপের কাছে সামরিক জাহাজ এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোতে চীনের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে৷ তাইপেইর প্রধান রেল স্টেশনে ‘চীনা এজেন্টরা' আগুন দিয়েছে এমন তথ্য দিয়ে সংবাদে বলা হয় তাইওয়ানের প্রেসিডেন্ট জরুরি অবস্থার ঘোষণা দিয়েছেন৷ এর প্রেক্ষিতে যুদ্ধ বেধে যাওয়ার আশঙ্কা রয়েছে বলেও উল্লেখ করা হয়৷

এরপর সকাল ১০টার সংবাদে একজন সংবাদ উপস্থাপক টিভি চ্যানেলটির সম্প্রচারে এসে বলেন, ‘‘নাগরিকগণ, অনুগ্রহ করে আপনারা অতিমাত্রায় আতঙ্কিত হবেন না৷ আমরা এই ভুলের জন্য ক্ষমাপ্রার্থী৷’’

তিনি আরো বলেন, এই সতর্ক বার্তা দমকল বাহিনির একটি মহড়ার জন্য গত মঙ্গলবার সম্প্রচারের কথা ছিলো৷ কিন্তু প্রযুক্তিগত ত্রুটির কারণে এটি বুধবার সকালে প্রদর্শিত হয়৷ তবে এই খবরে তাইপেইতে আর কোনো আতঙ্কের লক্ষণ দেখা যায়নি৷

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকে তাইওয়ান সতর্কতার মাত্রা বাড়িয়েছে৷ অনেকেই মনে করছেন তাইওয়ানেও একই ধরনের হামলা করতে পারে রাশিয়া৷ যদিও সরকারের পক্ষ থেকে এমন আশঙ্কার কোন তথ্য এখনও প্রকাশ করা হয়নি৷ চীনের পক্ষ থেকেও তাইওয়ানে আক্রমনের কোনো আভাস এখনও মিলেনি৷

এএস/এফএস (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান