1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চেক জালিয়াতি বেড়ে গেছে ভয়ানকভাবে

২৭ মার্চ ২০১১

স্বাধীনতা দিবস উদযাপন, বিশ্বকাপ ক্রিকেট, চেক জালিয়াতি - এসবই আজকের ঢাকার পত্রপত্রিকার প্রধান খবর৷

https://p.dw.com/p/10i3A

স্বাধীনতা দিবস

যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত শুরু করা, এটাই ছিল এবারের স্বাধীনতা দিবসের মূল দাবি৷ তাই সব পত্রিকায় এই বিষয়টিকেই শিরোনামে আনা হয়েছে৷ এছাড়া প্রথম আলো বলছে, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর মধ্যে বাংলাদেশকে মধ্য আয়ের দেশে পরিণত করারও দৃঢ়প্রত্যয় ব্যক্ত হয়েছে এবার৷ আর মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে বাদ পড়া প্রায় এক লাখ মুক্তিযোদ্ধার নাম অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানিয়েছে পত্রিকাটি৷ এছাড়া এবার স্বাধীনতা দিবসের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক৷ যেটা ছিল একটা বিশেষ দিক, এমনটাই বলছে প্রথম আলো৷ এর কারণ ভুটান হলো বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেওয়া কয়েকটি দেশের একটি৷ এদিকে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য ভারতই একমাত্র হুমকি বলে মন্তব্য করেছেন জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম৷ ইত্তেফাক দিয়েছে খবরটি৷

বিশ্বকাপ

বাংলাদেশের পত্রপত্রিকায় এখন বিশেষ খবর ভারত-পাকিস্তানের মধ্যকার সেমিফাইনাল৷ আগামী বুধবার যেটি হবে ভারতের মোহালিতে৷ কালের কণ্ঠ বলছে এই ম্যাচ দেখতে ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে৷ জানা গেছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী সাড়া দিতে পারেন এই আমন্ত্রণে৷ আর এই খবরেই নাকি ভারতবাসীর মনে মাথাচাড়া দিয়ে উঠেছে কুসংস্কার৷ কারণ এর আগে ভারতে অনুষ্ঠিত ঠিক এই ধরণের দুটি খেলায়, যেখানে পাকিস্তানের শীর্ষনেতারা উপস্থিত ছিলেন, হেরে গিয়েছিল ভারত৷ তাই এবারও এই আমন্ত্রণ জানিয়ে মনমোহন ভুল করলেন কিনা সেটা নিয়ে বেশ আলোচনা চলছে ভারত জুড়ে৷ এদিকে এই ম্যাচ নিয়ে মোহালিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থার খবর দিচ্ছে সমকাল৷ এছাড়া আড়াই হাজার টাকার টিকিট নাকি বিক্রি হচ্ছে ২৫ হাজারে৷

চেক জালিয়াতি

যুগান্তরের আজকের প্রধান প্রতিবেদন এই বিষয়টি নিয়ে৷ পত্রিকাটি বলছে চেক-এর মাধ্যমে প্রতারণা ও জালিয়াতি নাকি ভয়ানকভাবে বেড়ে গেছে৷ কেন্দ্রীয় ব্যাংকও এ ব্যাপারে উদ্বিগ্ন হয়ে চিঠি পাঠিয়েছে সব ব্যাংকে৷ সেখানে চেকের বিপরীতে নগদ লেনদেনে সতর্ক থাকতে বলা হয়েছে সবাইকে৷ এছাড়া পে-অর্ডার, এটিএম কার্ড, ক্রেডিট কার্ড জালিয়াতিও বেড়েছে বলে জানিয়েছে পত্রিকাটি৷

গ্রন্থনা: জাহিদুল হক

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই