1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চোদ্দো শৃঙ্গ জয় করার পথে ইউন সান

২৩ এপ্রিল ২০১০

বিশ্বের চোদ্দোটি উঁচু শৃঙ্গ জয় করে রেকর্ড করার পথে এগিয়ে চলেছেন দক্ষিণ কোরিয় নারী ইউন সান৷ পিছনে ফেলে দিয়েছেন তাঁর দুই ইউরোপীয় প্রতিযোগিনীকে৷

https://p.dw.com/p/N4Zx
ইউন সানছবি: picture alliance/dpa

বয়স তাঁর ৪৪ বছর৷ পুরো নাম ওহ্ ইউন সান৷ এই সপ্তাহান্তে হিমালয়ের অন্নপূর্ণা শৃঙ্গ যদি তিনি জয় করে ফেলেন, তাহলে পর্বতারোহণের রেকর্ড বুকে থেকে যাবে ইউন সানের নাম চিরকালের জন্য৷ কারণ তিনিই প্রথম নারী যিনি এই গ্রহের ৮০০০ মিটারের বেশি উঁচু সবকটি পর্বতচূড়ায় প্রথম পা রাখবেন৷

এর আগে তেরোটি শৃঙ্গ জয় করে হিমালয়ের বেসক্যাম্প থেকে অন্নপূর্ণা জয় করতে আরও ওপরের ক্যাম্পের জন্য রওনা হয়ে গেছেন ইউন সান৷ তাঁর এজেন্ট জানাচ্ছেন, স্বাস্থ্য ঠিক আছে তাঁর৷ আত্মবিশ্বাসও জোরদার৷ সবকিছু ঠিকঠাক চললে ২৪ বা ২৫ এপ্রিল অন্নপূর্ণার চূড়ায় উঠে পড়বেন ইউন সান৷ কিন্তু এর আগে একবার এই অন্নপূর্ণাই খারাপ আবহাওয়ার জন্য ফিরিয়ে দিয়েছিল তাঁকে৷ এবার কী রেকর্ড গড়তে সফল হবেন ইউন সান!

Montage Edurne Pasaban (Spanien), Oh Eun Sun (Südkorea) und Gerlinde Kaltenbrunner (Österreich)
তিন প্রতিযোগী

প্রশ্নের এখানেই শেষ নয়৷ কারণ অন্নপূর্ণা ছাড়াও অন্য যে চ্যালেঞ্জ ইউনের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে, তা হল তাঁর অন্য দুই প্রতিযোগী৷ তাঁদের মধ্যে প্রথমজন ৩৬ বছর বয়সি স্পেনের পর্বতারোহিণী এডুরনে পাসাবান সদ্য অন্নপূর্ণা জয় করে নীচে নেমে বলেছেন, ‘কঠিন, অতি কঠিন ছিল এই শৃঙ্গ৷ কিন্তু আমি পেরেছি৷' পাসাবান এবার যাত্রা করেছেন তিব্বতের দিকে৷ লক্ষ্য, শিসা পাঙ্গামা শীর্ষ জয় করা৷ যদি ইউন সান এবারেও ব্যর্থ হন, আর পাসাবান তিব্বতি আট হাজারি শৃঙ্গটি জয় করে ফেলতে পারেন, তাহলে চোদ্দো শৃঙ্গ জয়ের রেকর্ড গড়বেন স্পেনের এই মহিলাই৷

ইউন সান আর পাসাবান ছাড়াও মহিলাদের মধ্যে প্রথম চোদ্দো শৃঙ্গ জয়ের দৌড়ে রয়েছেন অস্ট্রিয়ান পর্বতারোহিনী গার্লিন্ডে কার্লটেনব্রুনার৷ তবে তাঁর এখনও পর্যন্ত বারোটি শৃঙ্গজয় হয়েছে৷ আপাতত তিনি পাকিস্তানে রয়েছেন৷ উদ্দেশ্য, হিমালয়ের কে টু শৃঙ্গজয়৷ প্রথম নারী হিসাবে চোদ্দো শৃঙ্গ জয়ের দৌড়ে অতএব বড় লড়াইটা এখন পাসাবান আর ইউন সান-এর মধ্যেই৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: আবদুল্লাহ আল ফারুক