1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ছাত্রকে চড় মেরে ফরাসি বাসচালক ভাইরাল

২৪ সেপ্টেম্বর ২০১৮

‘চুপ থাকো' বলায় ১২ বছরের এক স্কুলছাত্রকে চড় মেরেছেন ফরাসি এক বাসচালক৷ আর ভাইরাল এই ভিডিও বিভক্ত করেছে ফরাসি জাতিকে৷ কেউ চাইছেন বিচার, কেউ আবার দাঁড়িয়েছেন চালকের পক্ষে৷

https://p.dw.com/p/35Nwo
Bildergalerie 10 Regeln für Kinder im Straßenverkehr
ছবি: picture-alliance/dpa/B. Wüstneck

বাসচালকের বিরুদ্ধে এরই মধ্যে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে৷ তবে তাঁর পক্ষে ৩ লাখ ফরাসি স্বাক্ষর করেছেন একটি পিটিশনে৷

স্থানীয় পরিবহন কর্তৃপক্ষ বলছে, স্কুলছাত্র বাসের সামনে দিয়ে দৌড় দেয়ায় কড়া ব্রেক করতে বাধ্য হন চালক৷ কিন্তু ছাত্রকে সতর্ক হতে বলায় পালটা চালকের সাথেই ‘বাজে ব্যবহার' করে বসে সে৷

তবে এ বর্ণনা মানতে রাজি নন ছাত্রের মা৷ এরই মধ্যে চালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তিনি৷ ১৩ সেপ্টেম্বরের এ ঘটনা ঘটে প্যারিসের পাশেই আরসুএই শহরে৷ ঘটনার সময় অনেককেই পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়৷

বাসচালক অবশ্য তাৎক্ষণিকভাবে নিজের আবেগ সামলাতে না পারার জন্য দুঃখ প্রকাশ করেছেন৷

স্থানীয় কর্তৃপক্ষ বলছে, এলাকাটিতে প্রায়ই পাশের কলেজ থেকে শিক্ষার্থীরা দৌড়ে রাস্তা পার হয়, যা খুবই বিপজ্জনক৷ কিন্তু একই সাথে কোনো শিশুর গায়ে হাত তোলা কোনোভাবে মেনে নেয়া যায় না বলেও মনে করে কর্তৃপক্ষ৷

তবে শুধু বাসচালক বলেই কেউ তাঁকে ‘অপমান' করার অধিকার রাখে না বলেও মনে করেন অনেকেই৷ এমন মন্তব্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই পক্ষ নিয়েছেন বাসচালকের৷

এডিকে/এসিবি