1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জটিল অস্ত্রোপচারে পিছিয়ে নেই কলকাতা

১০ জানুয়ারি ২০১১

গত কয়েক বছরে ক্রমশ চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কলকাতা এবং সেখানকার হাসপাতালগুলো৷ এমনকী সরকারি হাসপাতালগুলোতেও এখন অনেক জটিল অস্ত্রোপচার হচ্ছে৷

https://p.dw.com/p/zveA
ছবি: AP

ইদানীং প্রায়ই সংবাদমাধ্যম সূত্রে জানা যায় কলকাতার সরকারি বেসরকারি হাসপাতালে খুব বিরল, অত্যন্ত জটিল অস্ত্রোপচারও সাফল্যের সঙ্গে হচ্ছে৷ এমন কোনও চিকিৎসা হচ্ছে যা হয়তো পাঁচ বছর আগেও ভাবা যেত না৷ চিকিৎসাবিজ্ঞানের যে সাফল্য দেশের বাইরে, আন্তর্জাতিক স্তরে পাওয়া যাচ্ছে, তার সুফল যে প্রায় সঙ্গে সঙ্গে কলকাতায় বসেই মিলছে, এমন উদাহরণও বিস্তর৷ তবে সবথেকে বেশি সাফল্য আসছে যথাসম্ভব কম কাটাছেঁড়া করে, ন্যূনতম রক্তপাত ঘটিয়ে অস্ত্রোপচারে৷ জানালেন শহরের বিশিষ্ট শল্য চিকিৎসক ডাঃ পূর্ণেন্দু রায়৷

অথচ পাঁচ-ছ বছর আগেও নাকি এ ধরনের অস্ত্রোপচারের জন্য লোকে কলকাতার বাইরে, অন্য রাজ্যে চলে যেত৷ এমনকী সঙ্গতি থাকলে লোকে বিদেশে গিয়ে অস্ত্রোপচার করিয়ে আনতেও পিছপা ছিল না৷

কলকাতার চিকিৎসকদের সঙ্গে কথা বলে যেটা স্পষ্ট বোঝা যায় যে এখন ওরা অনেক বেশি আত্মবিশ্বাসী এই শহরে বা এই রাজ্যেও উন্নত মানের চিকিৎসা পরিষেবা দেওয়ার ব্যাপারে৷

আসলে আরও একটা ঘটনা ঘটেছে৷ সরকারি চিকিৎসা ব্যবস্থার অক্ষমতা এবং সাধারণের চিকিৎসার ভার কার্যত বেসরকারি হাতে চলে যাওয়ার পর, তার ব্যবসায়িক সম্ভাবনাটা যত উজ্জ্বল হয়েছে, এই খাতে লগ্নিও হয়েছে তত বেশি৷ ফলে প্রযুক্তিগত যেসব সুযোগসুবিধা উন্নত বিশ্বে পাওয়া যায়, তা এখন এখানেও সুলভ৷ ফলে বাণিজ্য এবং চিকিৎসা এখন হাত ধরাধরি করে হাঁটছে৷

প্রতিবেদন: শীর্ষ বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক