1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জনগণের সেবক হিসেবে প্রশাসকদের কাজ করতে হবে: শেখ হাসিনা

২৬ জুলাই ২০১১

রমজানের সময় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসকদের কার্যকর উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ প্রশাসকদের উদ্দেশ্য করে তিনি বলেন, জনগণের সেবক হিসেবে তাদের কাজ করতে হবে৷

https://p.dw.com/p/123p4
শেখ হাসিনাছবি: Mustafiz Mamun

ঢাকায় শুরু হওয়া ৩দিনের জেলা প্রশাসক সম্মেলনে দেশের ৬৪ জেলার জেলা প্রশাসক এবং ৭ বিভাগীয় কমিশনার অংশ নিচ্ছেন৷ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তাদের মাধ্যমেই সরকারের নানা উদ্যোগ এবং কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে৷ তিনি বলেন, এই সরকার শাসক নয়, জনগণের সেবক হিসেবে দায়িত্ব নিয়েছে৷ জেলা প্রশাসকদের তা মাথায় রাখতে হবে৷ সরকারের লক্ষ্য পুরণে তাদেরই মূল ভূমিকা পালন করতে হবে৷ তাদের মনে রাখতে হবে দেশের সাধারণ মানুষের ট্যাক্সের পয়সায় তাদের বেতন ভাতা দেয়া হয়৷

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারের বাজেটে সরকারের ৪৬ হাজার কোটি টাকার উন্নয়ন কর্মসূচি বা এডিপির কথা মনে করিয়ে দিয়ে বলেন, এডিপি বাস্তাবায়নই বড় চ্যালেঞ্জ৷ এডিপির বাস্তবায়ন না হলে তার বিশাল আকারের কোন গুরুত্ব নেই৷ আর এডিপি ঠিকমত বাস্তবায়ন না করতে পারার ব্যর্থতা এই সরকার দেখতে চায়না৷ তাই এডিপি বাস্তবায়নের কাজও জেলা প্রশাসকদের তদারক করতে হবে৷

শেখ হাসিনা বলেন, রমজানে যাতে মানুষের দুর্ভোগ না বাড়ে সেদিকে নজর দিতে হবে৷ বিশেষ করে কেউ যাতে পণ্য সামগ্রী মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে৷ আর যাতে বেশি দাম আদায় করতে না পারে সেব্যাপারে নজরদারি বাড়াতে হবে জেলা প্রশাসকদের৷ তিনি জানান, নির্বাহী ম্যাজিষ্ট্রেটদের ক্ষমতা আরো বাড়ানোর বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছ৷

তিন দিনের সম্মেলনে জেলা প্রশাসকরা বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করবেন৷ দেখা করবেন রাষ্ট্রপতির সঙ্গে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক