1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জনতার ওপর দিয়ে ছুটে গেল ট্রেন, নিহত ৫০

১৯ অক্টোবর ২০১৮

ভারতের পাঞ্জাবে দাসেরা উৎসবে মেতে থাকা একদল মানুষের ভিড়ের ওপর দিয়ে ট্রেন চলে যাওয়ায় অন্তত ৫০ জন নিহত হয়েছে৷

https://p.dw.com/p/36qpM
Indien Luxuxszug Maharajas Express
(ফাইল ফটো)ছবি: Getty Images/AFP/Deshakalyan Chowdhury

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার অমৃতসরের কাছে জোদা পাটক এলাকায় দুর্ঘটনায় প্রাণহানির এই ঘটনা ঘটে৷ সেখানে রেললাইনের পাশে রাবণের কুশপুতুল দাহ করা হচ্ছিল৷

‘‘লোকজন রেললাইনের উপর দাঁড়িয়ে ছিলেন৷ এ সময় দুই দিক থেকেই ট্রেন আসায় তারা বুঝতে পারছিলেন না কী করবেন,'' বলেছেন অমৃতসরের এমপি গুজরাট সিংহ৷

নিহতের সঠিক সংখ্যা এখনও স্পষ্ট করতে পারেনি কর্তৃপক্ষ৷ পুলিশ কমিশনার এসএস শ্রীবাস্তব বলেছেন, ‘‘সঠিক সংখ্যা এখনো জানা যায়নি৷ তবে নিশ্চিতভাবে তা ৫০-৬০-এর বেশি৷ আমরা এখনও উদ্ধার কাজ চালাচ্ছি৷''

আহতদের আশপাশের হাসপাতালে নেওয়া হচ্ছে৷

এ ঘটনায় দুঃখ প্রকাশ করে সব সরকারি-বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে সার্বক্ষণিক চিকিৎসা দেওয়ার আহ্বান জানিয়েছেন অমৃতসরের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংহ৷

এএইচ/এসিবি (রয়টার্স, এপি)