1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মোহিত কামাল

১৮ জুলাই ২০১২

শেষ হয়ে আসছে এবারের বইমেলা৷ আর মাত্র দুটি দিন৷ এবারের মেলায় নতুনদের পাশাপাশি পুরনো অনেক লেখক এসেছেন৷ তাদের বই বিক্রি হচ্ছে প্রচুর৷ একসময় যারা অটোগ্রাফের জন্য লাইন ধরে দাঁড়াতেন আজ তারাই অটোগ্রাফ দিয়ে যাচ্ছেন৷

https://p.dw.com/p/14AIo
Caption: Ekushey Book Fair 2012 in dhaka, Bangladesh. DW/Haque
মোহিত কামালছবি: DW

সেরকম একজন লেখক ডা. মোহিত কামাল৷ পেশায় চিকিসক হয়েও তিনি দীর্ঘদিন ধরে লেখালেখির সঙ্গে সম্পৃক্ত৷ নিজের লেখালেখি প্রসঙ্গে তিনি বলেন,‘‘চিকিৎসা পেশার পাশাপাশি লেখালেখিতে আসলাম৷ ছোটবেলায় কচি-কাঁচা করতাম৷ সেখান থেকেই লেখার অভ্যাস৷ স্কুল এবং কলেজ জীবনে বাংলায় আমি সবসময় সর্বোচ্চ নম্বর পেতাম৷ তখন আমার স্কুলের একজন শিক্ষক, আলী আকবর শিক্ষক আমাকে উৎসাহ দেন যে লেখালেখি করলে তুমি ভাল করবে৷ এছাড়া আমার কলেজের আরেকজন শিক্ষক সিরাজউদ্দৌলা স্যারও আমাকে লেখালেখির জন্য অনুপ্রেরণা দিতেন৷''

Caption: Ekushey Book Fair 2012 in dhaka, Bangladesh. DW/Haque
একুশে বইমেলায় প্রকাশিত কিছু বইছবি: DW

এবারের বই মেলায় কোন বিষয়টি ভাল লেগেছে? এ প্রশ্নের উত্তরে ডা. মোহিত কামাল বলেন যে, মেলার ব্যবস্থাপনা বেশ ভাল৷ বই বিক্রি বেশ হচ্ছে তা বোঝা যাচ্ছে৷ মানুষের মধ্যে শৃংখলাও দেখা যাচ্ছে৷ কোন হৈ-হুল্লোড় নেই৷ সবাই হাসিমুখে স্টল ঘুড়ছে, বই দেখছে, ভাল লাগলে কিনছে৷ আগে দেখা যেত মেলায় মহিলারা বা মেয়েরা আসলে নানা ধরণের অপ্রীতিকর ঘটনার কথা শোনা যেত৷ এখন এসব শোনা যায় না৷ এই পরিচ্ছন্নতা বেশ ভাল লাগছে ডা. মোহিত কামালের৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার
সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য