1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘জবান’ কেন বন্ধ?

২ এপ্রিল ২০১৯

‘জবান’ নামের একটি নিউজ ওয়েবসাইট বাংলাদেশে ব্লক করা হয়েছে বলে দাবি করে তা অনতিবিলম্বে খুলে দেয়ার আহ্বান জানিয়েছে গণমাধ্যমের অধিকার বিষয়ক আন্তর্জাতিক সংগঠন ‘রিপোর্টার্স উইদাউট বর্ডার্স’৷ একদল তরুণ ওয়েবসাইটটি তৈরি করেছেন৷

https://p.dw.com/p/3G50w

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন উপদেষ্টা ব্যক্তিস্বার্থে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবহার করে তিন ব্যক্তিকে অপহরণ করিয়েছেন - আল-জাজিরায় প্রকাশিত এমন এক ইংরেজি প্রতিবেদনের ভিত্তিতে বাংলা ভাষায় এক প্রতিবেদন প্রকাশ করার পর ‘জবান' বন্ধ করে দেয়া হয় বলে জানা গেছে৷ এই বিষয়ে প্রতিষ্ঠানটির সহ-সম্পাদক মাশকুর রাতুল ডয়চে ভেলেকে বলেন, ‘‘কিছুদিন আগে আল-জাজিরা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টার বিরুদ্ধে গুমের অভিযোগ নিয়ে একটি তদন্তমূলক প্রতিবেদন করা হয়৷ ঐ প্রতিবেদনের রেফারেন্স নিয়ে জবান থেকেও একটি প্রতিবেদন করা হয়৷ এরপর থেকেই একই সময়ে আল-জাজিরা ও জবান উভয়ই ব্লক করা হয়েছে৷'' 

গত ২১ মার্চ থেকে সাইটটিতে বাংলাদেশ থেকে প্রবেশ করা যাচ্ছে না বলে জানান রাতুল৷ তিনি বলেন, ‘‘আমরা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নিকট জবান ব্লক করার কারণ জানতে চেয়ে ও সাইটটি আনব্লক করার অনুরোধ জানিয়ে ২৩ মার্চ একটি চিঠি দেই৷ কিন্তু এখনও প্রতিষ্ঠানটির কাছ থেকে কোনো উত্তর পাইনি৷''

জবান একটি নির্দলীয়, চিন্তাশীল, মতামত ও বিশেষায়িত সংবাদমাধ্যম বলে জানা গেছে৷ ২০১৩ সালে এটি প্রথম যাত্রা শুরু করে৷ এটির সম্পাদকের নাম রেজাউল করিম রনি৷

এদিকে, জবান বন্ধ করার নিন্দা জানিয়ে রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের (আরএসএফ) এশিয়া-প্যাসিফিক বিষয়ক প্রধান ডানিয়েল বাস্টার্ড বলেছেন, ‘‘ওয়েবসাইটটি ব্লকের মাধ্যমে একটি স্বাধীন গণমাধ্যম, যেটি বাংলাদেশে গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে কাজ করছে, সেটিকে ঝুঁকিতে ফেলা হয়েছে৷ পাশাপাশি এর মাধ্যমে হাসিনা সরকার যে তাদের সদস্যদের কর্মকাণ্ড নিয়ে সাংবাদিকদের অনুসন্ধান সহ্য করতে পারছে না, তার ইঙ্গিতও পাওয়া যাচ্ছে, যা উদ্বেগজনক৷''

উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে জনপ্রিয় বাংলা ব্লগ প্ল্যাটফর্ম সামহোয়্যার ইন ব্লগ বন্ধ করে দেয় বাংলাদেশের নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ৷ এর আগে গত ডিসেম্বরে নির্বাচনের আগে একইভাবে ৫৪টি স্বাধীন ও বিরোধী দলের সঙ্গে সম্পর্কিত সাইট বন্ধ করে দেয়া হয়েছিল৷ আরএসএফ-এর প্রেস ফ্রিডম ইনডেক্সে ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৪৬তম৷

এআই/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য