1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জলবায়ু পরিবর্তনে ঝুঁকির মুখে বাংলাদেশ: পরিবেশ ও বন প্রতিমন্ত্রী

১৮ ফেব্রুয়ারি ২০১১

বিশ্ব উষ্ণায়ন বা জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ বাংলাদেশ৷ ডয়চে ভেলের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে পরিবেশ ও বন প্রতিমন্ত্রী ড. হাছান মাহমুদ আইনগত ব্যবস্থা সম্পর্কে বক্তব্য রেখেছেন৷

https://p.dw.com/p/10JOS
বাড়ছে পানি, কমছে ভূমি (ছবি: আরাফাতুল ইসলাম)ছবি: DW

গাছপালা মরে যাওয়া, বিভিন্ন প্রজাতি বিলুপ্ত হয়ে যাওয়ার পাশাপাশি বাংলাদেশের স্বাভাবিক ষড়ঋতুতেও প্রভাব পড়েছে জলবায়ু পরিবর্তনের৷ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত সুন্দরবনের গাছপালাও হঠাৎ শুকিয়ে যেতে শুরু করেছে, যেমনটা আগে কেউ কখনো দেখেনি৷ গাছের ওপর দিক থেকে নীচের দিক শুকিয়ে যাচ্ছে৷ এর কারণ কেউ সঠিকভাবে না জানলেও, শীর্ষস্থানীয় বিজ্ঞানীরা বলছেন, সাম্প্রতিক বছরগুলোতে আবহাওয়া খুব বেশি লবণাক্ত হয়ে পড়ার প্রভাবই পড়ছে গাছপালার ওপরে৷

আবহাওয়া পরিবর্তনের ফলে বাংলাদেশের গ্রীষ্মকাল এবং বর্ষাকাল দীর্ঘায়িত হচ্ছে, অন্যদিকে শীতকালের সময় ক্রমেই সঙ্কুচিত হয়ে পড়ছে৷ তাছাড়া শরৎকাল এবং অন্যান্য ঋতু হারিয়ে যাচ্ছে৷ আগের একটি হিসেবে বলা হয়েছে, ১৯৯১ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত বাংলাদেশে ৯৩টি ভয়াবহ দুর্যোগ আঘাত হেনেছে, যাতে ৫৯০ কোটি মার্কিন ডলারের কৃষি এবং কাঠামোগত ক্ষতি হয়েছে৷

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশ সরকারও বিভিন্ন উদ্যোগ নিচ্ছে৷ আইন করেও চেষ্টা করা হচ্ছে পরিবেশের জন্যে ক্ষতিকারক বা পরিবেশের ক্ষতি করতে পারে, এমন কোনো কিছু থেকে জনগণকে বিরত রাখার জন্যে৷ বিষয়টি নিয়ে কথা বলেছি, বাংলাদেশের পরিবেশও বন প্রতিমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে৷ তিনি জানিয়েছেন, পরিবেশ উন্নয়নের জন্যে বাংলাদেশ আইনগত ব্যবস্থা নিতে যাচ্ছে৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: সঞ্জীব বর্মন