1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সংস্কারের দাবি

৩০ সেপ্টেম্বর ২০১২

সিরিয়ার সংকট সমাধানে ব্যর্থ হওয়ায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কারের দাবি তুলেছে নিউজিল্যান্ড৷ এদিকে, রোহিঙ্গা জাতিগোষ্ঠীর সদস্যদের সংকট সমাধানে সতর্কতার সাথে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানালেন জাতিসংঘ মহাসচিব বান কি-মুন৷

https://p.dw.com/p/16Hn3
ছবি: Reuters

জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকে নিউজিল্যান্ডের পক্ষ থেকে দাবি উঠেছে, নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্যের ভেটো ক্ষমতা সীমিত করার৷ বিশেষ করে যখন গণহত্যার মতো নির্মম ঘটনা বন্ধের প্রশ্ন আসে তখন অন্তত স্থায়ী পাঁচ সদস্যের ভেটো ক্ষমতা রহিত করা উচিত বলে মনে করেন নিউজিল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রী মারে ম্যাকালি৷ তিনি বলেন, সিরিয়ার বিষয়ে ঐকমত্যে পৌঁছতে ব্যর্থ হওয়ায় নিরাপত্তা পরিষদ তার বিশ্বস্ততা হারাচ্ছে৷

‘‘২৫ হাজার মানুষের প্রাণহানি, অসংখ্য মানুষ আহত এবং হাজার হাজার মানুষ বাস্তুহারা ও গৃহহীন হওয়ার পরও যদি নিরাপত্তা পরিষদ কোন পদক্ষেপ নিতে না পারে, তাহলে তারা আর কী করতে পারে?'' - এমনভাবেই জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকে প্রশ্ন তুলেছেন ম্যাকালি৷ নিরাপত্তা পরিষদের এমন ব্যর্থতায় নিউজিল্যান্ডের মানুষ হতাশ উল্লেখ করে তিনি নিরাপত্তা পরিষদের সংস্কার সাধনের দাবি তুলেন৷ তবে নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতা একেবারে তুলে দেওয়ার কথা না বলে বরং এটিকে সীমিত করার পক্ষে মত দেন মারে ম্যাকালি৷

UN Vollversammlung Ban Ki-moon
জাতিসংঘ মহাসচিব বান কি-মুনছবি: Getty Images

এদিকে, জাতিসংঘ মহাসচিব বান কি-মুন বিশ্বের বৃহত্তম ইসলামি সংস্থা ওআইসি'র নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেছেন, মিয়ানমারের মুসলিম জনগোষ্ঠী রোহিঙ্গাদের বিষয়টি অত্যন্ত সতর্কতার সাথে বিবেচনা করতে হবে৷ নতুবা সেদেশে চলমান রাজনৈতিক সংস্কার প্রক্রিয়াকে ব্যহত করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি৷ রোহিঙ্গা জনগোষ্ঠীর সমস্যা নিয়ে ইসলামি সম্মেলন সংস্থা ওআইসি'র মহাসচিব একমেলেদ্দিন ইহসানোগলু এবং মিয়ানমারের প্রেসিডেন্ট থেন সেনের সাথে পৃথক বৈঠক করেন বান কি-মুন৷

উল্লেখ্য, রোহিঙ্গাদের সংকট খতিয়ে দেখার জন্য ওআইসি'র বিশেষ কমিটি প্রথমবারের মতো নিউইয়র্কে বৈঠকে মিলিত হয়৷ এই কমিটি রোহিঙ্গাদের মিয়ানমারের নাগরিকত্ব প্রদানের আহ্বান জানিয়েছে৷

অন্যদিকে, জাতিসংঘ মহাসচিবের সাথে বৈঠকে রাখাইন প্রদেশে মুসলমান ও বৌদ্ধদের মধ্যে জাতিগত দাঙ্গা রোধে পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন মিয়ানমারের প্রেসিডেন্ট থেন সেন৷ বৈঠকে মহাসচিব বান কি-মুন মিয়ানমারের উত্তরাঞ্চলের কাচিন এলাকায় উপজাতি বিদ্রোহীদের সাথে সরকারের যুদ্ধ বন্ধের জন্য আহ্বান জানান৷ এছাড়া মিয়ানমারে ‘রাজনৈতিক সংস্কার, আর্থ-সামাজিক উন্নয়ন এবং জাতীয় ঐক্য' নিয়েও উভয় নেতার মধ্যে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের মুখপাত্র মার্টিন নেসিরকি৷

এএইচ / এআই (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য