1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জাপানে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়া নিয়ে যুক্তরাষ্ট্র বেশ উদ্বিগ্ন

১৭ মার্চ ২০১১

জাপানে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়া নিয়ে বেশ উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র৷ চিন্তিত আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএ’ও৷ এদিকে ক্রমেই বেড়ে চলেছে নিহতের সংখ্যা৷

https://p.dw.com/p/10art
একজন মানুষের দেহে তেজস্ক্রিয়তা পরীক্ষা করা হচ্ছেছবি: AP

যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন

দেশটি এতটাই উদ্বিগ্ন যে তারা তাদের নাগরিকদের দাইইচি পরমাণু কেন্দ্রের ৮০ কিলোমিটারের মধ্যে যেতে নিষেধ করেছে৷ যেখানে জাপান সরকার তার নাগরিকদের জন্য ৩০ কিলোমিটার সীমানা নির্ধারণ করে দিয়েছে৷ এছাড়া জাপানে থাকা কয়েকজন মার্কিন সেনাকে সতর্কতা হিসেবে তেজস্ক্রিয়তা প্রতিরোধক ট্যাবলেট খাওয়ানো হয়েছে৷ আর দাইইচি পরমাণু কেন্দ্র থেকে আসলেই কী পরিমাণ তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ছে সেটা পরিমাপের জন্য যুক্তরাষ্ট্র নিজেদের বিশেষজ্ঞ পাঠিয়েছে সেখানে৷ সঙ্গে প্রয়োজনীয় যন্ত্রপাতিও রয়েছে৷ অর্থাৎ এবার তারা নিজেরাই মেপে দেখবে পরিস্থিতি আসলে কতটা ভয়ঙ্কর৷ এদিকে যুক্তরাষ্ট্রের পরমাণু নিয়ন্ত্রণ সংস্থার প্রধান বলেছেন হেলিকপ্টারে করে সমুদ্রের পানি দিয়ে চুল্লি ঠান্ডা করার যে প্রক্রিয়া গতকাল বুধবার থেকে শুরু হয়েছে সেটা ব্যর্থ হয়েছে বলেই মনে করা হচ্ছে৷ তবে এরপরও জাপান সেই চেষ্টা করে যাচ্ছে বলে খবর পাওয়া গেছে৷ এমন কী হেলিকপ্টারের সংখ্যাও আরো বাড়ানো হচ্ছে৷ এদিকে ব্রিটেনও তার নাগরিকদের টোকিও ছাড়ার পরামর্শ দিয়েছে৷

আইএইএ

তারা বলছে পরিস্থিতি খুবই খারাপ৷ তবে সার্বিক অবস্থা সম্পর্কে আরও খবর নিতে আজ জাপান যাচ্ছেন সংস্থার প্রধান ইয়ুকিয়া আমানো৷ সেখানে তিনি সরকারের উচ্চ পর্যায়ের লোকজনের সঙ্গে কথা বলবেন৷ এরপর তিনি ফিরে যাবেন ভিয়েনায়৷ যেখানে সংস্থাটির প্রধান কার্যালয় অবস্থিত৷ ফিরে গিয়ে তিনি একটি জরুরি বৈঠক ডেকে পরবর্তী করণীয় ঠিক করবেন৷ এদিকে দাইইচি পরমাণু কেন্দ্রের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে ইউরোপীয় ইউনিয়নের এক জ্বালানি বিষয়ক কর্মকর্তা যে মন্তব্য করেছেন সেটা বলার মত সময় এখনো আসেনি বলে জানিয়েছেন আইএইএ প্রধান আমানো৷

উদ্ধার তৎপরতা

উদ্ধার কাজ চলছে৷ তবে ক্ষতিগ্রস্ত এলাকায় তুষারপাতের কারণে কাজে ব্যাঘাত ঘটছে৷ আর প্রচন্ড শীতের কারণে কষ্ট পাচ্ছে বেঁচে থাকা মানুষগুলো৷ সরকারি হিসেবে এ পর্যন্ত ৪,৩১৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে৷ আর ৮,৬০৬ জন এখনো নিখোঁজ বলে জানানো হয়েছে৷ উল্লেখ্য, এর আগে ১৯৯৫ সালে জাপানেরই কোবে শহরে ভূমিকম্পে মারা গিয়েছিল প্রায় সাড়ে ছয় হাজার লোক৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: মারিনা জোয়ারদার

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য