1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জামাল খাশগজি হত্যা: ফ্রান্সে গ্রেপ্তার এক ব্যক্তি

৮ ডিসেম্বর ২০২১

মঙ্গলবার রিয়াধগামী বিমান থেকে নামিয়ে গ্রেপ্তার করা হয় ওই ব্যক্তিকে। বুধবার তাকে আদালতে তোলার কথা।

https://p.dw.com/p/43yT5
জামাল খাশগজি
ছবি: picture-alliance/AP Photo/L. Pitarakis

২০১৮ সালে তুরস্কে সৌদি আরবের দূতাবাসে খুন হন সাংবাদিক এবং লেখক জামাল খাশগজি। সৌদির বিভিন্ন বিষয়ের কড়া সমালোচক ছিলেন তিনি। খাশগজি খুনের ঘটনায় বুধবার ফরাসি পুলিশ ৩৩ বছরের এক যুবককে গ্রেপ্তার করে। ফ্রান্স থেকে সৌদি আরবগামী একটি বিমানে উঠে পড়েছিল সে। ফরাসি পুলিশ বিমান থেকে তাকে নামিয়ে গ্রেপ্তার করে। ২০১৯ সালে ওই যুবকের বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করেছিল তুরস্ক।

তুরস্ক এবং ফরাসি পুলিশের অভিযোগ, ওই যুবক সৌদি আরবে রয়্যাল গার্ডের কাজ করতো। খাশগজি মামলার সঙ্গে সে সরাসরি যুক্ত এবং তার সূত্রে আরো অপরাধীদের নাম পাওয়া যাবে। বুধবার ফরাসি আদালত ঠিক করবে ওই ব্যক্তিকে তুরস্কের হাতে তুলে দেওয়া হবে, না কি ফ্রান্সেই তার বিচার হবে।

২০১৮ সালে তুরস্কের সৌদি দূতাবাসে হত্যা করা হয় খাশগজিকে। তাকে মেরে দেহ ছিন্নভিন্ন করে দেওয়া হয়, যাতে তাকে চেনা না যায়। ঘটনার পরে তুরস্ক ২০ জন ব্যক্তিকে গ্রেপ্তার করে। তুরস্কের আদালতে তাদের বিচার চলছে। তবে মূল হত্যাকারী এবং চক্রান্তকারীর বিষয়ে এখনো জানা যায়নি। মনে করা হচ্ছে, ফ্রান্সে আটক ব্যক্তি সে বিষয়ে আলোকপাত করতে পারবে।

সৌদি আরবের বক্তব্য

সৌদি আরব জানিয়েছে, খাশগজি হত্যার বিচার সম্পূর্ণ হয়েছে। সৌদির জেলে এই অপরাধে পাঁচজন আটক। প্রথমে তাদের ফাঁসি হয়েছিল, পরে ২০ বছরের কারাদণ্ড হয়। ফলে ফ্রান্সের গ্রেপ্তার নিয়ে তারা আদৌ উৎসাহী নয়। তুরস্ক এবং ফ্রান্সের দাবিও তারা সমর্থন করছে না।

ফরাসি কূটনীতিকদের একাংশের বক্তব্য, এই হত্যার নির্দেশ দিয়েছিলেন স্বয়ং বিন সালমান। এদিকে ফরাসি প্রেসিডেন্ট মাক্রোঁর ডিসেম্বরেই সৌদি সফরে যাওয়ার কথা। সাম্প্রতিক গ্রেপ্তার তাতে প্রভাব ফেলতে পারে বলেও মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।

এসজি/জিএইচ (রয়টার্স, এএফপি)