1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জামিন পেলেন আলোকচিত্রী শহীদুল আলম

১৫ নভেম্বর ২০১৮

আন্তর্জাতিক টেলিভিশন চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে সরকারের সমালোচনা করার পর আটক আলোকচিত্রী শহীদুল আলম বুধবার জামিন পেয়েছেন৷ গত আগস্টে গ্রেপ্তারের পর বেশ কয়েকবার তাঁর জামিন আবেদন অবশ্য বাতিল হয়েছিল৷

https://p.dw.com/p/38Hn2
The BOBs Jury 2015 Shahidul Alam
ছবি: DW/Jan Röhl

গত ৫ আগস্ট গ্রেপ্তারের পর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের বিতর্কিত ৫৭ ধারায় শহীদুল আলমের বিরুদ্ধে মামলা করা হয়৷ তিনি কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা ও সামাজিক গণমাধ্যমে ‘অসত্য ও উস্কানিমূলক তথ্য ছড়িয়েছেন' বলে দাবি করেছে পুলিশ৷ 

আটকাবস্থায় নির্যাতনের শিকার হওয়ার কথা আদালতে জানিয়েছেন শহীদুল৷ একাধিক নোবেল পুরস্কার জয়ীসহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা শুরু থেকেই তাঁর মুক্তি দাবি করে আসছিল৷ 

শহীদুলের মুক্তির দাবিতে বার্লিনে মানববন্ধন

বিচারপতি শেখ আবদুল আওয়াল ও বিচারপতি বিষ্ণুদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার শহীদুল আলমের জামিনের আবেদন মঞ্জুর করেন৷ এখন তাঁর কারামুক্তিতে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন তাঁর আইনজীবীরা৷

শহীদুলের অন্যতম আইনজীবী সারা হোসেন বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, ‘‘আমরা সন্তুষ্ট যে অবশেষে আদালত তাঁর জামিন আবেদন মঞ্জুর করেছেন৷'' তিনি খুব শীঘ্রই কারাগার থেকে বের হয়ে যেতে পারবেন বলেও আশা প্রকাশ করেছেন এই আইনজীবী৷

তবে, রাষ্ট্রপক্ষের অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, ‘‘রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে৷'' 

Bangladesh police arrest activist Shahidul Alam

প্রসঙ্গত, ঢাকায় গত ২৯ জুলাই সড়ক দুর্ঘটনায় দুই স্কুলশিক্ষার্থী নিহতের ঘটনার পর নিরাপদ সড়কের দাবিতে রাস্তায় নেমে আসে বিভিন্ন স্কুল এবং কলেজের শিক্ষার্থীরা৷ এরপর কয়েকদিন রাজপথে বিভিন্ন গাড়িচালকের লাইসেন্স পরীক্ষাসহ নানা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে তারা৷ এক পর্যায়ে শিক্ষার্থীদের উপর পুলিশ এবং ‘সরকার দলের কর্মীরা' চড়াও হলে ছাত্র বিক্ষোভ সহিংস রূপ নেয়৷

আলোকচিত্রী শহীদুল আলম সেই আন্দোলন চলাকালে সংঘাতপ্রবণ এলাকায় গিয়ে ফেসবুক লাইভে হামলার বিভিন্ন ঘটনা বর্ণনা করেন এবং পাঁচ আগস্ট আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে সরকারের নানা কর্মকাণ্ডের সমালোচনা করেন৷ এরপরই একদল সাদা পোশাক পরা পুলিশ সদস্য তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়৷ পরবর্তীতে পুলিশ শহীদুল আলমকে গ্রেপ্তারের খবর নিশ্চিত করে৷

এআই/এসিবি (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য