1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জামিন পেলেন শাহরুখ-পুত্র আরিয়ান

২৮ অক্টোবর ২০২১

তিন সপ্তাহ জেলে কাটানোর পর অবশেষে জামিন পেলেন আরিয়ান খান। মুম্বই হাইকোর্ট তাকে জামিন দিয়েছে।

https://p.dw.com/p/42IYE
৮ অক্টোবর থেকে আরিয়ান আর্থার রোড জেলে বন্দিছবি: Strdel/AFP/Getty Images

মাদক মামলায় অভিযুক্ত আরিয়ান খানকে এতদিন জামিন দেয়নি নিম্ন আদালত। তবে মুম্বই হাইকোর্ট, বৃহস্পতিবার মাদক মামলায় তিন অভিযুক্ত আরিয়ান খান, আরবাজ মার্চেন্ট এবং মুনমুন ধামাচাকে জামিন দিয়েছে।

শাহরুখ খানের ছেলে আরিয়ানের হয়ে সওয়াল করেন প্রখ্যাত আইনজীবী মুকুল রোহতাগি। তার যুক্তি ছিল, আরিয়ানের কাছে মাদক পাওয়া যায়নি। তাকে মাদক নিতেও দেখা যায়নি। তাহলে কেন তাকে আটক করা হলো এবং কেনই বা তাকে জামিন দেয়া হবে না।

নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর(এনসিবি) যুক্তি ছিল, আরিয়ানের হোয়াটস অ্যাপ চ্যাটে দেখা যাচ্ছে সে মাদক নেয় এবং মাদককাণ্ডের সঙ্গে জড়িত ।

রোহতাগি আদালতে বলেছেন, আরিয়ানকে গ্রেপ্তার করাই ভুল ছিল। তার সাংবিধানিক অধিকারের উপর হস্তক্ষেপ করা হয়েছে। দুই বছর আগের একটা হোয়াটস অ্যাপ চ্যাটের ভিত্তিতে মামলা সাজানো হয়েছে। সেই চ্যাটও এখানে অপ্রাসঙ্গিক। প্রমোদতরীতে যাওয়ার সঙ্গে মাদকের কোনো সম্পর্ক নেই।

এনসিবির যুক্তি ছিল, আরবাজের জুতোর মধ্যে মাদক রাখা ছিল।

রোহতাগি বলেন, এই তরুণদের দরকার হলে রিহ্যাবে পাঠানো হেক। জেলে নয়। যদি তাদের কাছে সামান্য পরিমাণ মাদক পাওয়া যায়, তাহলে রিহ্যাবে পাঠানো উচিত।

এনসিবির আইনজীবী আদালতে বলেন, আরিয়ান নিয়মিত মাদক নেন। তিনি মাদক সংগ্রহ করেন। সেটা তার চ্যাট থেকে জানা যাচ্ছে। দুই পক্ষের যুক্তি শোনার পর হাইকোর্ট তাদের জামিন দিয়েছে।

গত ৮ অক্টোবর থেকে আরিয়ান আর্থার রোড জেলে বন্দি। তার জামিনের আবেদন দুইবার নিম্ন আদালত খারিজ করে দেয়।

জিএইচ/(পিটিআই)