1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মান নন এমন সন্দেহভাজন হত্যাকারী বাড়ছে

৩ সেপ্টেম্বর ২০১৮

জার্মান পুলিশ বলছে, ২০১৭ সালে জার্মানির নাগরিক নন, এমন সন্দেহভাজন হত্যাকারীর সংখ্যা আগের বছরের তুলনায় বেড়েছে৷ জার্মানির ফেডারেল ক্রিমিনাল পুলিশ অফিস বিকেএ-র এই তথ্য রবিবার প্রকাশ করেছে ‘ভেল্ট আম জনটাগ' পত্রিকা৷

https://p.dw.com/p/34CXX
Deutschland Streik der Lokführer in Berlin
ছবি: picture-alliance/dpa/L. Schulze

বিকেএ বলছে, ২০১৭ সালে ৮৩টি হত্যা মামলায় জড়িত সন্দেহভাজনদের মধ্যে অন্তত একজন জার্মান নাগরিক ছিলেন না৷ ২০১৬ সালে এমন মামলার সংখ্যা ছিল ৬২টি৷ অর্থাৎ শতকরা হিসেবে এমন মামলার সংখ্যা বেড়েছে প্রায় ৩৩ শতাংশ৷

জার্মান পুলিশ অবশ্য ঐ ব্যক্তিদের জাতীয়তা প্রকাশ করেনি৷ তারা ইউরোপীয় ইউনিয়নের অন্য কোনো দেশের নাগরিক কিনা তা-ও জানা যায়নি৷

পুলিশের ঐ প্রতিবেদনে শুধু নিষ্পত্তি হওয়া মামলার তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে৷

শরণার্থী হত্যা বেড়েছে

পুলিশ বলছে, ২০১৭ সালে মোট ৭৩১ জন ব্যক্তি হত্যার শিকার হয়েছেন৷ আগের বছর সংখ্যাটি ছিল ৮৭৬ জন৷ অর্থাৎ, গতবছর কমসংখ্যক ব্যক্তিকে হত্যা করা হয়েছে৷

তবে গতবছর আগের বছরের তুলনায় আশ্রয়প্রার্থী কিংবা শরণার্থী হত্যার সংখ্যা বেড়েছে৷ ২০১৭ সালে ৪০ জন শরণার্থীকে হত্যা করা হয়েছে৷ ২০১৬ সালে সংখ্যাটি ছিল ২৫৷

উল্লেখ্য, সম্প্রতি জার্মানির কেমনিৎস শহরে এক জার্মান নাগরিকের হত্যাকাণ্ডের পর চরম ডানপন্থিরা বিক্ষোভ করেছেন৷ ঐ হত্যার সঙ্গে জড়িত সন্দেহে ২৩ বছরের এক সিরীয় নাগরিক ও ২২ বছরের এক ইরাকিকে আটক করা হয়েছে৷

ঐ ঘটনার পর জার্মানিতে হত্যাকাণ্ডের সঙ্গে বিদেশিদের জড়িত থাকার বিষয়টি আলোচনায় এসেছে৷

লুইস স্যান্ডার্স/জেডএইচ