1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চ্যান্সেলর প্রার্থী পরিচিতি: আনালেনা বেয়ারবক

২২ সেপ্টেম্বর ২০২১

গত এপ্রিলে সবুজ দলের ইতিহাসে প্রথমবারের মতো একজন চ্যান্সেলর প্রার্থীর নাম ঘোষণা করা হয়৷ তিনি আনালেনা বেয়ারবক৷ বর্তমানে দলটির দুজন শীর্ষ নেতার একজন তিনি৷

https://p.dw.com/p/40eiA
Deutschland Berlin | Wahlparteitag der Grünen | Annalena Baerbock
ছবি: Michele Tantussi/REUTERS

২০১৮ সালে বেয়ারবক সবুজ দলের অন্যতম শীর্ষ নেতা নির্বাচিত হন৷ দলের আরেক শীর্ষ নেতা হলেন রোব্যার্ট হাবেক৷

হাবেক-বেয়ারবক জুটি দলের হাল ধরার পর ইউরোপীয় ও জার্মানির রাজ্য নির্বাচনগুলো সবুজ দল ভালো সফলতা দেখিয়েছে৷ এমনকি এপ্রিলের শেষ সপ্তাহের জরিপে সবুজ দলের অবস্থান জার্মানির অন্য সব দলের উপরে ছিল৷ যদিও মঙ্গলবার প্রকাশিত সবশেষ জরিপে সবুজ দলের অবস্থান তিন নম্বরে (১৭ শতাংশ)৷ সবার উপরে আছে সামাজিক গণতন্ত্রী এসপিডি (২৫ শতাংশ)৷ এর পরে আছে চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সিডিইউ (২২ শতাংশ)৷

আগামী রোববার অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনের পর যে সরকার গঠিত হবে সেখানে সবুজ দল থাকতে পারে৷

চ্যান্সেলর প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর কিছু ব্যক্তিগত আক্রমণের শিকার হন বেয়ারবক৷ যেমন তার আনুষ্ঠানিক জীবনবৃত্তান্তে ছোট কিছু ভুল থাকার অভিযোগ আনা হয়৷ ক্রিসমাস বোনাসের উপর কর প্রদানে দেরি করার অভিযোগও উঠেছিল৷ এছাড়া তার নতুন বইয়ের কিছু অংশ নকল করা এবং এক সাক্ষাৎকারে তিনি বর্ণবাদী শব্দ ব্যবহার করেছিলেন বলেও বেয়ারবকের বিরুদ্ধে অভিযোগ ওঠে৷ এই সব ব্যাপারেই তিনি দ্রুত ক্ষমা চেয়েছিলেন৷ কিন্তু তারপরও বেয়ারবকের রেটিং পড়তির দিকে চলে যায়৷

Bundestagswahl 2021 3. TV-Triell Kandidaten
ছবি: Kay Nietfeld/dpa/picture alliance

বেয়ারবকের ব্যক্তি পরিচয়

৪০ বছর বয়সি বেয়ারবক লোয়ার সাক্সোনি রাজ্যে জন্মগ্রহণ করেন৷ তবে পরিবারসহ প্রায় আট বছর ধরে তিনি ব্রান্ডেনবুর্গ রাজ্যের পটসডাম শহরে বাস করছেন৷ এবারের নির্বাচনে তিনি সেখান থেকেই প্রার্থী হয়েছেন৷ একই আসনে প্রার্থী হয়েছেন এসপিডি দলের চ্যান্সেলর প্রার্থী ওলাফ শলৎস৷

জার্মানির জাতীয় ট্র্যামপোলিন জিমন্যাস্টিকসে তৃতীয় হয়েছিলেন বেয়ারবক৷ ১৬ বছর বয়সে তিনি একবছরের জন্য যুক্তরাষ্ট্রে পড়তে গিয়েছিলেন৷ এরপর জার্মানির হানোফারে আইন পড়ে লন্ডন স্কুল অফ ইকোনোমিকসে গিয়ে আন্তর্জাতিক আইন পড়েছেন৷

বেয়ারবকের অঙ্গীকার

বর্তমান পরিকল্পনা অনুযায়ী জার্মানি ২০৩৮ সালের মধ্যে কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদন বন্ধ করতে চায়৷ তবে বেয়ারবক তার আগেই সেটা করতে চান৷ এছাড়া জার্মানির বিশ্বখ্যাত অটোবানে গাড়ি চলাচলের গতিসীমা ঘণ্টায় ১৩০ কিলোমিটারে নির্দিষ্ট করতে চান তিনি৷ জার্মানির প্রতিরক্ষা ব্যয় বাড়ানোরও বিপক্ষে বেয়ারবক৷

Annalena Baerbock
ছবি: Michael Kappeler/dpa/picture alliance

ইয়েন্স টোমাস থুরাও/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য