1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মান পপ-শিল্পী সাশা চল্লিশে পা দিলেন

Arun Chowdhury৫ জানুয়ারি ২০১২

জাশা স্মিটজ হয়ে যার জন্ম, তিনি প্রথমে সাশা এবং পরে ডিক ব্রেভ নাম নিয়ে জার্মান পপ সংগীতের জগতে এক ব্যতিক্রমী তারকা হয়ে দাঁড়ান৷ তার জন্ম ১৯৭২ সালের ৫ই জানুয়ারি, পশ্চিম জার্মানির জোয়েস্ট’এ৷

https://p.dw.com/p/13eaK
জার্মান পপ গায়ক সাশাছবি: picture-alliance/ dpa

স্কুলে সাশা'র নিজের ব্যান্ডের নাম ছিল, ‘ব্যাড টু দ্য বোন', অর্থাৎ হাড়বজ্জাত! তবে সে ব্যান্ড নাকি সংগীতের বিচারেই একেবারে রদ্দি ছিল, বলেছেন সাশা নিজেই৷ তারপর সাশা বহুদিন কাটিয়েছেন নিজের প্রথম পেশাদার ব্যান্ড ‘জাঙ্ক ফুড'এর সঙ্গে; অন্যান্য শিল্পীদের সঙ্গে ব্যাকগ্রাউন্ড গেয়েছেন৷ ১৯৯৮'তে পান ওয়ার্নার মিউজিকের কনট্র্যাক্ট৷ এর পরেই আসে তার প্রথম বড় হিট, ‘ইফ ইউ বিলিভ'৷

২০০৩ সালে সাশা ডিক ব্রেভ নাম নিয়ে গান গাইতে শুরু করেন৷ তার রকাবিলি ব্যান্ডের নাম দেন ডিক ব্রেভ এ্যান্ড দ্য ব্যাকবিটস৷ অবশ্য ২০০৪ সালেই প্রকল্পটির অন্ত ঘটে৷ এরপর সাশা জার্মান ভাষায় গানের দিকেও কিছুটা মন দিয়েছেন৷

বিভিন্ন পশ্চিমি পপ-গায়ক এবং ব্যান্ডের অনুকরণে যে জার্মান শিল্পীর গান, গাওয়ার ধরণ এবং সাজপোশাক, সেই সাশা যেন ধীরে ধীরে কখন নিজেই একটা ‘অরিজিনাল' হয়ে দাঁড়িয়েছেন৷ এবং তার পরিবর্তন, এমনকি বিবর্তনও যেন শেষ হয়নি৷

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী
সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য