1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মান রাজনীতিবিদ হত্যা মামলায় নতুন মোড়

৯ জানুয়ারি ২০২০

জার্মানির রাজনীতিবিদ ভাল্টার ল্যুবকে হত্যা মামলার সন্দেহভাজন অভিযুক্ত স্বীকারোক্তি প্রত্যাহার করে চমকে দিয়েছেন৷ এখন তিনি বলছেন, টাকার জন্য ভুল তথ্য দিয়েছিলেন৷

https://p.dw.com/p/3VwV3
Deutschland Mordfall Walter Lübcke, ehemaliger Regierungspräsident Kassel | Frank Hannig, Anwalt
ছবি: picture-alliance/dpa/U. Zucchi

আঙ্গেলা ম্যার্কেলের দল সিডিইউ-এর নেতা ভাল্টার ল্যুবকেকে গত জুন মাসে গুলি করে হত্যা করা হয়৷ হেসে রাজ্যের ভল্ফহাগেন শহরে নিজের বাসায় তাকে গুলি করার অভিযোগে ঘটনার পরই স্টিফেন ই-কে গ্রেপ্তার করা হয়৷ সেই থেকে কারাগারেই আছেন তিনি৷

গ্রেপ্তারের পর স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন স্টিফেন ই৷ পরে সেই বক্তব্য প্রত্যাহার করে নেন৷ বুধবার এক সংবাদ সম্মেলনে স্টিফেন ই-র উকিল ফ্রাঙ্ক হানিগ জানান, তার মক্কেল আসলে মূল অপরাধীকে বাঁচাতে ভুল তথ্য দিয়েছিলেন৷ তিনি জানান, ঘটনার দিন মার্কুস এইচ. নামের এক ব্যক্তির সঙ্গে ভাল্টার ল্যুবকের বাড়িতে গিয়েছিলেন স্টিফেন ই.৷ ল্যুবকের সঙ্গে তর্ক বেঁধে গেলে এক পর্যায়ে গুলি করেন মার্কুস৷ তাতেই মৃত্যু হয় কাসেল জেলা পরিষদের সিডিইউ প্রেসিডেন্ট ল্যুবকে৷

নতুন জবানবন্দিতে স্টিফেন ই. দাবি করেছেন, তার পরিবারকে বড় অঙ্কের টাকা দেয়া হবে জানানোয় মার্কুসের অপরাধের দায় নিজের কাঁধে নিয়েছিলেন তিনি৷

আঙ্গেলা ম্যার্কেলের উদার শরণার্থী নীতির সমর্থক ছিলেন ভাল্টার ল্যুবকে৷ এ কারণে তাকে হত্যার হুমকিও দেয়া হয়েছিল৷ তাই কট্টর ডানপন্থিরা তাকে হত্যা করেছে বলে ধারণা করা হয়৷

এসিবি/কেএম (এএফপি, ডিপিএ, ইএফই)