1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শরণার্থী শিশুদের দুরবস্থা

২১ জুন ২০১৬

ইউনিসেফ বলেছে, জার্মানিতে আসা শরণার্থী শিশুরা জার্মান শিশুদের মতো অধিকার ভোগ করতে পারছেনা৷ এক প্রতিবেদনে এই মন্তব্য করা হয়৷ ওদিকে ফ্রান্সে অনেক শরণার্থী শিশু যৌন নির্যাতনের শিকার হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি৷

https://p.dw.com/p/1JAX1
Deutschland Musikstunde mit Flüchtlingskindern und deutschen Kindern in einer Schule in Margetshöchheim
ছবি: picture-alliance/dpa/D. Karmann

জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ বলছে, শরণার্থী শিশুরা জার্মান শিশুদের মতো শিক্ষা, চিকিৎসা ও নিরাপত্তা সুবিধা পাচ্ছে না৷ এছাড়া শিশুদের মধ্যে যাদের জার্মানিতে স্থায়ীভাবে থাকার সুযোগ পাওয়ার সম্ভাবনা কম, তারা আরও কম সুবিধা পাচ্ছে৷

ইউনিসেফ জার্মানির প্রধান ক্রিস্টিয়ান শ্নাইডার বলেন, ‘‘শরণার্থী শিশুদের মধ্যে অনেককে জার্মানি পর্যন্ত আসতে ভয়াবহ ও নৃশংস অভিজ্ঞতার শিকার হতে হয়েছে৷ তাদের জন্য বিশেষ মনস্তাত্ত্বিক চিকিৎসার ব্যবস্থা করা প্রয়োজন৷''

যেসব শরণার্থী পরিবারের জার্মানিতে থাকার সুযোগ পাওয়ার সম্ভাবনা কম সেই পরিবারগুলোর শিশুরা শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে বলেও জানিয়েছে ইউনিসেফ৷

ফ্রান্সে ৫ ইউরোর বিনিময়ে যৌনকর্ম

উত্তর ফ্রান্সের সাতটি শরণার্থী শিবিরে বর্তমানে প্রায় ৫০০ শিশু অবস্থান করছে যাদের সঙ্গে পরিবারের কেউ নেই৷ এই শিশুরা অনেক সময় যৌন নির্যাতনের শিকার হচ্ছে বলে জানিয়েছে ইউনিসেফ৷ তাদের অনেককে অপরাধ করতে এবং শ্রম দিতে বাধ্য করা হচ্ছে বলেও জানিয়েছে সংস্থাটি৷

ইউনিসেফের ব্রিটেন শাখার ঊর্ধ্বতন কর্মকর্তা মেলানি টেফ থমসন রয়টার্স ফাউন্ডেশনকে বলেছেন, ‘‘আমরা এমন মেয়েদের কথা জানি যারা মাত্র পাঁচ ইউরোর বিনিময়ে যৌনকর্মে লিপ্ত হচ্ছে৷'' শরণার্থী শিবিরে জায়গা পাওয়ার বিনিময় হিসেবে মেয়েরা এই অর্থ ব্যবহার করছে৷ অনেকে আবার ফ্রান্স থেকে ব্রিটেনে যাওয়ার খরচ হিসেবেও এই অর্থ ব্যয় করছে বলে জানান ঐ ইউনিসেফ কর্মকর্তা৷

ফ্রান্সের সাতটি শিবিরে শিশুদের অবস্থা নিয়ে সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে ইউনিসেফ৷ সেখানে ছেলে শিশুরাও যৌন নির্যাতনের শিকার হচ্ছে বলে জানানো হয়েছে৷

সঙ্গিহীন শিশুর সংখ্যা দ্বিগুণ হয়েছে

ইউনিসেফ বলছে, জীবনের ঝুঁকি নিয়ে সাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানো পরিবার-পরিজন বিহীন শিশুর সংখ্যা চলতি বছর দ্বিগুণ হয়েছে৷ এ বছরের প্রথম পাঁচ মাসে সাত হাজারেরও বেশি এমন শিশু ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ পৌঁছেছে৷ ইটালিতে পৌঁছানো ১০ জন শিশুর মধ্যে নয়জনই সঙ্গিহীন বলে জানিয়েছে জাতিসংঘের এই সংস্থাটি৷

জেডএইচ/এসিবি (কেএনএ, ইপিডি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য