1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে অর্ধেক শরণার্থীর চাকরি পাঁচ বছরে

৫ ফেব্রুয়ারি ২০২০

২০১৩ থেকে ২০১৬ সালের মধ্যে জার্মানিতে আসা শরণার্থীদের ৪৯ শতাংশ পাঁচ বছরের মধ্যে চাকরি পেয়েছেন বলে সরকারি জরিপ বলছে৷ এদের ৬৮ শতাংশ পূর্ণ বা খণ্ডকালীন চাকরি করছেন৷

https://p.dw.com/p/3XJCM
ছবি: picture-alliance/dpa/S. Willnow

জার্মানির অভিবাসন ও শরণার্থী বিষয়ক সংস্থা, বাম্ফ-এর অন্তর্ভুক্ত ‘ইন্সটিটিউট ফর লেবার মার্কেট অ্যান্ড ভকেশনাল রিসার্চ’ বা আইএবি জরিপটি করেছে৷

আইএবি বলছে, ১৯৯০ দশকের শুরু থেকে ২০১৩ সালের মধ্যে জার্মানিতে যারা শরণার্থী হিসেবে এসেছিলেন তাঁদের ৪৪ শতাংশ পাঁচ বছরের মধ্যে চাকরি পেতে সমর্থ হয়েছিলেন৷ সে হিসেবে ২০১৩ সালের পর আসা শরণার্থীরা বেশি চাকরি পেয়েছেন৷

শরণার্থীদের জন্য ইন্টিগ্রেশন ও ভাষা কোর্সে বিনিয়োগ বাড়ানোয় এটি সম্ভব হয়েছে বলে মনে করছে আইএবি৷

২০১৫ সালের পর শরণার্থী ছাড়া আশ্রয়প্রার্থীদের প্রশিক্ষণের জন্যও বিনিয়োগ বাড়ানো হয় বলে জানায় সংস্থাটি৷

কেমন চাকরি?

চাকরি পাওয়া শরণার্থীদের মধ্যে ৬৮ শতাংশ পূর্ণ বা খণ্ডকালীন চাকরি পেয়েছেন৷ ১৭ শতাংশ শরণার্থী প্রশিক্ষণ নিচ্ছেন, বেতনও পাচ্ছেন৷ তিন শতাংশ আছেন ইন্টার্নশিপে৷ সেখান থেকেও তাঁরা কিছু আয় করছেন, তবে তা অনেকসময় জীবনযাপনের জন্য যথেষ্ট হয় না৷ আর বাকি ১২ শতাংশ শরণার্থী তথাকথিত ‘মিনি-জব’ করছেন৷ এসব চাকরিতে বেতন সর্বোচ্চ সাড়ে চারশো ইউরো (প্রায় ৪২ হাজার টাকা) হয়ে থাকে৷

জরিপ বলছে, চাকরি পাওয়া শরণার্থীদের মধ্যে মাত্র ২৯ শতাংশ নারী৷

প্রায় আট হাজার শরণার্থীর উপর জরিপটি পরিচালিত হয়েছে৷

জেডএইচ/কেএম (ডিপিএ, কেএনএ)

২০১৫ সালের ছবিঘরটি দেখুন...