1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে এর্দোয়ানের প্রতিমূর্তি সরিয়ে ফেলা হলো

২৯ আগস্ট ২০১৮

সোমবার জার্মানির ভিসবাডেন শহরে তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়িপ এর্দোয়ানের একটি প্রতিমূর্তি স্থাপন করা হয়েছিল৷ মঙ্গলবার সন্ধ্যা নাগাদ শহরের দমকল কর্মীরা সেটি সরিয়ে ফেলেন৷

https://p.dw.com/p/33wSc
ছবি: picture-alliance/dpa/A. Dedert

এর আগে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছিল, যেহেতু প্রতিমূর্তিটির নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে না, তাই এটি সরিয়ে ফেলা হবে৷

জার্মানির সরকারি প্রচারমাধ্যম জেডডিএফ জানিয়েছে, স্থানীয় ক্ষুব্ধ জনগণের কাছ থেকে ভাস্কর্যটি ‘রক্ষা' করতে পুলিশকে কাজ করতে হয়েছে৷ এছাড়া ‘প্রচণ্ড বিবাদে' লিপ্ত কয়েকজন কুর্দি ও তুর্কি-জার্মানকেও আলাদা করে দেয় পুলিশ৷

শহর কর্তৃপক্ষের একজন মুখপাত্র জার্মান সংবাদ সংস্থা ডিপিএ-কে জানিয়েছেন, ‘‘এটি (প্রতিমূর্তি) একটি শিল্পকর্ম ছিল, ‘ভিসবাডেন বিয়ানালে ফর কনটেম্পরারি আর্ট' এর অংশ৷ তবে শহর কর্তৃপক্ষকে না জানিয়ে ভাস্কর্যটি স্থাপন করা হয়েছিল৷'' এই বছরের আর্ট উৎসবের প্রতিপাদ্য বিষয় ‘খারাপ খবর'৷

ঐ মুখপাত্র আরো জানান, তাঁরা কয়েকজন বিভ্রান্ত নাগরিকের কাছ থেকে টেলিফোন পেয়েছেন৷ ভাস্কর্যটি যে বিয়ানালের অংশ, সে ব্যাপারে তাঁরা নিশ্চিত ছিলেন না৷

স্থানীয় পত্রিকা ‘ভিসবাডেনার কুরিয়ার' বলছে, শহর কর্তৃপক্ষ ভাস্কর্যটির অনুমোদন দিয়েছিল, তবে সেটি যে এর্দোয়ানের হবে, তা তাঁরা জানতেন না৷

এদিকে, ভাস্কর্য সরিয়ে ফেলার একটি ভিডিও ক্লিপ টুইটারে প্রকাশ করেছে ভিসবাডেন পুলিশ৷

ভিসবাডেন শহরে স্থাপিত ঐ ভাস্কর্যে এর্দোয়ানকে তাঁর ডান হাত উপরে তোলা অবস্থায় দেখা গেছে৷ প্রতিমূর্তিটি দেখতে অনেকটা ইরাকের সাবেক নেতা সাদ্দাম হুসেনের একটি ভাস্কর্যের মতো ছিল, যা মার্কিন বাহিনী ২০০৩ সালে ভেঙে ফেলে৷

এর্দোয়ানের ভাস্কর্য স্থাপনের পর স্থানীয় কয়েকজন উৎসাহী তুর্কি-জার্মানকে ঐ প্রতিমূর্তির সঙ্গে সেলফি তুলতে দেখা গেছে৷ তবে স্থানীয় কুর্দ ও অন্যরা একজন কর্তৃত্ববাদী নেতার প্রতি সমর্থন প্রকাশের বিষয়টির সমালোচনা করেছেন৷

উল্লেখ্য, তুরস্কের প্রেসিডেন্ট এর্দোয়ানের আগামী মাসে বার্লিন সফরের কথা রয়েছে৷ তবে তাঁর কর্তৃত্ববাদী আচরণের জন্য অনেক জার্মান এই সফরের বিরোধিতা করছেন৷

আপনার কোনো মতামত থাকলে লিখুন নীচে মন্তব্যের ঘরে৷

জেডএইচ/এসিবি (এপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য