1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে করোনাবিধির বিরুদ্ধে জোর বিক্ষোভ

২৮ ডিসেম্বর ২০২১

করোনার সংক্রমণ রোধে আরোপ করা নতুন বিধিনিষেধ ও টিকা বাধ্যতামূলক করার বিরুদ্ধে জার্মানির পূর্বাঞ্চলীয় শহরগুলোতে বিক্ষোভ করেছেন মানুষ৷ স্যাক্সনিতে সংঘর্ষে অন্তত ১০ পুলিশ সদস্য আহত হয়েছেন৷

https://p.dw.com/p/44tpr
Coronavirus -Proteste in Ravensburg
ছবি: Felix Kästle/dpa/picture alliance

সোমবার কয়েক হাজার মানুষ জার্মানির বিভিন্ন শহরে সরকারের আরোপিত বিধিনিষেধের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন৷ সম্প্রতি জার্মানির সরকার ব্যক্তিগত পরিসরে জমায়েতের সীমা বেধে দেয়া এবং নববর্ষ উদযাপনকে সামনে রেখে জনসমাগমের উপর কড়াকড়ি আরোপ করেছে৷ দেশটির স্বাস্থ্যকর্মীদের জন্য টিকা বাধ্যতামূলক করে বিধি পাস করেছে পার্লামেন্ট৷

সরকারের নেয়া এমন নানা বিধিনিষেধ ও টিকার বাধ্যবাধকতার বিরুদ্ধে গত কয়েক সপ্তাহ ধরেই বিক্ষোভ করে আসছেন করোনাবিধি ও টিকাবিরোধী মানুষেরা৷ এর মধ্যে কয়েকটি শহরে বিক্ষোভ রূপ নিচ্ছে সহিংসতাতে৷ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন, গ্রেপ্তার হয়েছেন অনেকে৷ রোববারের একটি ঘটনায় আদালত চারজনকে শাস্তি দিয়েছেন৷ 

সোমবারের বিক্ষোভে সবচেয়ে বড় জমায়েত হয়েছে ম্যাকলেনবুর্গ-ফরপমেন রাজ্যে৷ সেখানে ১৫ হাজার বিক্ষোভকারী বিভিন্ন সড়কে জড়ো হন৷ বিক্ষোভ চলাকালে পুলিশের কাজে বাধা দেয়া, শারীরিক ক্ষতি করা, সম্পত্তি বিনষ্ট করা, অসাংবিধানিক বা সন্ত্রাসী সংগঠনের প্রতীক ব্যবহারের দায়ে নয়টি মামলা করার কথা জানিয়েছে পুলিশ৷

পূর্বাঞ্চলীয় শহর ব্রান্ডেনবুর্গে বিক্ষোভে নয় হাজার মানুষ জড়ো হন৷ স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের হালে শহরে অংশ নেন দেড় হাজার বিক্ষোভকারী৷

স্যাক্সনির বাউৎসেন শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘাতের ঘটনা ঘটে৷ এই ঘটনায় অন্তত ১০ পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা ডিপিএ৷ বিক্ষোভ হয়েছে ড্রেসডেন, লাইপসিশ, থুরিঙ্গিয়া ও আল্টেনবুর্গেও৷

বাভারিয়ার শোয়াইনফুর্ট শহরে তিন বিক্ষোভকারীকে সোমবার স্থগিত কারাদণ্ড দিয়েছে আদালত৷ আরো একজনকে জরিমানা করা হয়েছে৷ সেখানে রোববার বিক্ষোভ চলাকালে আট পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন প্রতিবাদকারী আহত হয়েছিলেন৷

জার্মানি বর্তমানে কোভিডের পঞ্চম ঢেউয়ে আক্রান্ত৷ এরিমধ্যে ১৬টি রাজ্যের সবকটিতে দ্রুত সংক্রমণ ঘটানো ওমিক্রন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে৷

এফএস/কেএম (এএফপি, ডিপিএ)