1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কোচিং

২০ ফেব্রুয়ারি ২০১২

বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য কোচিং, এইচএসসি-র জন্য কোচিং – এসব প্রায়ই শুনে থাকি৷ জার্মানিতে শুরু হয়েছে বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বের হয়ে যাওয়ার পর আরেক ধরনের কোচিং৷ এভাবে চাকরির বাজারের জন্য তৈরি করা হয় তরুণ-তরুণীদের৷

https://p.dw.com/p/145py
ছবি: Fotolia/Robert Kneschke

‘উনি সেনসুস এল্ফ' নামের একটি সংস্থা জরিপ চালিয়েছে বিশ্ববিদ্যালয় থেক সদ্য পাশ করা ৬১ শতাংশ ছাত্র-ছাত্রীর ওপর৷ এরা জানিয়েছে, তারা ধরেই নিয়েছিল বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি হাতে থাকায় কাজ পেতে তেমন সমস্যা হবে না৷ বাস্তবে হয়েছে তার উল্টো৷ কোন ধরণের ট্রেনিং বা কোচিং না থাকায় এদের ইন্টারভিউতে পর্যন্ত ডাকা হয় না৷ ডাকা হলেও শেষ পর্যন্ত চাকরি মেলে না৷ তাই বেশ কিছু জার্মান বিশ্ববিদ্যালয় হাতে নিয়েছে ট্রেনিং এবং কোচিং প্রকল্প৷ চাকরির শুরুতে কী হতে পারে বা কীভাবে শুরু করতে হবে তা হাতে কলমে শেখানো হয়৷ এই কোর্সের নাম সংক্ষেপে ‘আবেকা'৷ হামবুর্গ বিশ্ববিদ্যালয় এই কোর্স শুরু করে দিয়েছে বেশ কিছুদিন হল৷

কয়েকজন মেয়ে জানাল,

- ম্যাক্সি ম্যাগাজিনের রূপ-সৌন্দর্য বিভাগের সম্পাদকের সঙ্গে কথা বলেছি৷

- আমি প্রিন্স ম্যাগাজিনের এক সম্পাদকের সঙ্গে কথা বলেছি৷

- ফ্যাশন ম্যাগাজিন টুশের সঙ্গে শেষ পর্যন্ত যোগাযোগ করতে পেরেছি৷

- ‘বিল্ড ডেয়ার ফ্রাউ' ম্যাগাজিনের প্রধান সম্পাদকের সঙ্গে কথা বললাম৷

দৈনিক পত্রিকা হোক আর ফ্যাশন ম্যাগাজিন হোক – এরা সবাই সাংবাদিক হিসেবে কাজ করতে চায়৷ ১৪ জন ছাত্রী জড়ো হয়েছে হামবুর্গ বিশ্ববিদ্যালয়ের এই কোচিং সেমিনারে৷ এই ট্রেনিং কোর্সে দৈনিক পত্রিকা, সাপ্তাহিক ম্যাগাজিন এবং অনলাইন পত্রিকায় কাজ করার বিভিন্ন দিক বোঝানো হবে৷ আসল কথা হল হাতে কলমে সাংবাদিকতা শেখানো৷ ড্যানিয়েলা স্টোন বললেন,‘‘আমি সব সময়ই মনে করি যে ছাত্র-ছাত্রীরা খুব বেশি কিছু জানে না৷ পেশাগত জীবনে কত ধরণের চ্যালেঞ্জ অপেক্ষা করছে সে সম্পর্কে কোন ধারণা এদের নেই৷''

Studieren in Deutschland
ছাত্র-ছাত্রীরা যাতে চাকরির বাজারে নিজেদের সঠিকভাবে তুলে ধরতে পারে, তার জন্য ‘আবেকা'র রয়েছে প্রায় ৫০টি বিভিন্ন ধরণের কোর্সছবি: Fotolia-Kurhan/picture-alliance/dpa

কোর্সের পরিচালিকা ড্যানিয়েলা স্টোন৷ তিনি ছাত্রীদের তৈরি করছেন সাংবাদিক হিসেবে৷ কীভাবে সাক্ষাৎকার নিতে হবে সেই ট্রেনিং চলছে৷ বিশ্ববিদ্যালয়ের শুরুতে প্রতিটি ছাত্র-ছাত্রীই এ ধরণের সেমিনারে অংশগ্রহণ করে৷ চেষ্টা করা হয় ভবিষ্যতের কর্মক্ষেত্রের একটি ছবি তুলে ধরার৷ সেই ট্রেনিং বা সেমিনারের আয়োজন আরেকবার করছে ‘আবেকা' বা আলগেমাইন বেরুফ্স কোয়ালিফিৎসিয়ারেন্ডেন কমপেটেনসেন৷ যার অর্থ - পেশাগত জীবনের জন্য সাধারণ যোগ্যতা তৈরি করা৷ এই কোর্সের পাশাপাশি যে বিষয় নিয়ে পড়াশোনা করা হয়েছে তার ওপরও একবার চোখ বোলানো হয়৷ প্রশিক্ষণ নিচ্ছেন উলরিকে জব৷ তিনি জানান,‘‘ আবেকা-র এই ট্রেনিং এ অনেকগুলো কোর্স করার সুযোগ রয়েছে৷ আমি ভেবে পাচ্ছি না কোন বিষয়ে নিজেকে দক্ষ করবো৷ উপস্থাপনায় নাকি ইন্টারভিউয়ের ক্ষেত্রে৷ আমি ব্যবসা প্রশাসন নিয়ে পড়াশোনা করেছি৷ এর পাশাপাশি ছিল অর্থনীতি৷ তবে আমি চাইলে মার্কেটিং-এর মত বিষয়েও ট্রেনিং নিতে পারি৷ সেই সুযোগও রয়েছে৷''

ছাত্র-ছাত্রীরা যাতে চাকরির বাজারে নিজেদের সঠিকভাবে তুলে ধরতে পারে, তার জন্য ‘আবেকা'র রয়েছে প্রায় ৫০টি বিভিন্ন ধরণের কোর্স৷ প্রতিটি কোর্সই কোন না কোনভাবে চাকরির সঙ্গে সম্পৃক্ত৷ কোর্সের পাশাপাশি প্রতিটি অংশগ্রহণকারীকেই ইন্টার্নশিপ করতে হবে৷ তা বাধ্যতামূলক৷ তবে কোর্সের শেষে দেখা হয় উপস্থাপনের ভঙ্গি, বিষয়ের গভীরতা কতটুকু৷ এছাড়া কেউ যদি প্রিন্ট মিডিয়াতে কাজ করতে চায় কীভাবে তাকে তৈরি হতে হবে সে বিষয়েও সাহায্য করা হয়৷ এ বিষয়ে ড্যানিয়েলা স্টোন আরো জানান,‘‘ এখানে আগ্রহীদের সবাইকে লেখালেখি করতে বলা হয়৷ তারপর আমি সেগুলো দেখে ফিডব্যাক দেই৷ আমি যখন পড়াশোনা শেষ করেছি তখন এই সুযোগটা আমরা খুব প্রয়োজন ছিল, কিন্তু পাইনি৷ যখন কোন মিডিয়াতে কাজ করা হবে তখন এত ফিডব্যাক দেয়ার সময় কারো থাকবে না৷ সত্যিকারের ফিডব্যাক বলতে যা বোঝায় তা পাওয়া যাবে না৷''

এই কোর্সের মূল লক্ষ্য হল পেশাগত জীবনে অংশগ্রহণকারীদের আরো ভালভাবে তৈরি করে দেয়া যেন কোন হোঁচট না খেতে হয়৷ কারণ ৬১ শতাংশ ছাত্র-ছাত্রী কর্মক্ষেত্রে প্রবেশের পরপরই প্রথম ধাক্কা খায়৷ ছাত্রী ইয়োহানা ইয়েনসেন বলল,‘‘এই কোর্স করে আমি অনেক কিছু শিখেছি৷ আমি মাইক্রোসফট অফিসের ওপর একটি কোর্স করেছি৷ অথচ প্রথমে আমি ভেবেছিলাম এটা যে কেউই করতে পারবে৷ কিন্তু পরে দেখলাম যে দুটো ক্লিকেই পুরো টেক্সট ফর্মাট পাল্টানো সম্ভব যা আমি আগে জানতাম না৷''

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য