1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে তুর্কি আশ্রয়প্রার্থী বাড়ছে

৫ আগস্ট ২০১৬

তুরস্কে গত মাসে ব্যর্থ অভ্যুত্থান চেষ্টার পর বর্তমানে অস্থিরতা বিরাজ করছে৷ জার্মান প্রশাসন বলছে, এ বছরের প্রথম ৬ মাসে জার্মানিতে তুর্কি আশ্রয়প্রার্থীর যত আবেদন জমা পড়েছে, তা গত পুরো বছরের আবেদনের প্রায় সমান৷

https://p.dw.com/p/1Jc1O
Berlin Deutschland Flüchtlinge Registration ZAA Zentrale Aufnahmestelle Warten
ছবি: Getty Images/S. Gallup

জার্মানিতে বাড়ছে শরণার্থীদের সংখ্যা

জার্মানির শরণার্থী ও অভিবাসন বিষয়ক কেন্দ্রীয় অফিস শুক্রবার জানিয়েছে, গত বছরের প্রথম ৬ মাসের তুলনায় এ বছর তুরস্ক থেকে আসা আশ্রয়প্রার্থীর সংখ্যা অনেক বেড়েছে৷ অফিস বলছে, এ বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ১,৭১৯ জন তুর্কি জার্মানিতে আশ্রয়ের আবেদন জানিয়েছেন৷

জার্মানির দৈনিক পত্রিকা টাগেসস্পিগেল বলছে, ২০১৫ সালে তুরস্ক থেকে মোট আবেদন পড়েছিল ১৭৬৭টি৷ এদের বেশিরভাগই তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলের সংখ্যালঘু কুর্দি সম্প্রদায়৷ এক বছর আগে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি এবং তুরস্কের নিরাপত্তাবাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়৷ এর জেরে এ পর্যন্ত ৫,০০০ কুর্দি জঙ্গি এবং ৬০০ নিরাপত্তাবাহিনীর সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে পত্রিকাটি৷ তবে সাধারণ মানুষ নিহতের সংখ্যাটি জানায়নি তারা৷

গুলেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

স্বেচ্ছা-নির্বাসনে যুক্তরাষ্ট্রে বসবাসরত ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনের বিরুদ্ধে বৃহস্পতিবার গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তুরস্কের সরকার৷ তাঁর বিরুদ্ধে তুরস্কে অভ্যুত্থান চেষ্টার অভিযোগ আনা হয়েছে৷

গ্রেফতারি পরোয়ানা জারির পর গুলেন এ অভিযোগ অস্বীকার করে এক বিবৃতিতে বলেছেন, তুরস্কের বিচার ব্যবস্থা যে স্বাধীনতা নয় এটি তার প্রমাণ৷ এটি তুর্কি প্রেসিডেন্ট রেচেপ তাইয়্যেপ এর্দোয়ানের স্বৈরশাসনের ফল এবং দেশটি যে গণতন্ত্র থেকে দূরে সরে যাচ্ছে তার প্রমাণ৷ গুলেন বলেন, তুরস্কে অভ্যুত্থান চেষ্টার বরাবরই বিরোধিতা করে আসছেন তিনি এবং এর সঙ্গে সম্পৃক্ততা অস্বীকার করে আসছেন৷

গুলেনের ব্যবসায় হস্তক্ষেপ

তুরস্কের প্রেসিডেন্ট এর্দোয়ান বলেছেন, গুলেনের অর্থে পরিচালিত স্কুল, ফার্ম এবং দাতব্য সংস্থা সন্ত্রাসীদের ঘাঁটি আর এগুলো সমূলে উৎপাটনে বিন্দুমাত্র দ্বিধাবোধ করবেন না তিনি৷ তিনি বলেন, অভ্যুত্থান চেষ্টায় বন্দুকধারীদের যারা অর্থ সহায়তা করেছে তাদের কোনোরকম ছাড় দেয়া হবে না৷

এপিবি/জেডএইচ (এপি, এএফপি, রয়টার্স, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য