1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে ডানপন্থি নেতা আহত

৮ জানুয়ারি ২০১৯

দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন জার্মানির উগ্র ডানপন্থি দল অলটার্নেটিভ ফর জার্মানি (এএফডি)-র ব্রেমেন শহরের সভাপতি ফ্রাংক মাগনিৎস৷  হামলার ঘটনাটি ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত' বলে মনে করছে পুলিশ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে৷

https://p.dw.com/p/3BBru
Berlin: Frank Magnitz (AfD), Bundestagsabgeordneter
ছবি: picture-alliance/dpa/F. Sommer

সোমবার বিকেলে শহরের গোয়েথেপ্লাৎসের কাছে মুখোশধারী তিন দুর্বৃত্ত কাঠ দিয়ে তাঁর মাথায় আঘাত করলে তিনি অচেতন হয়ে পড়েন৷ জার্মান সংসদের নিম্নকক্ষের সদস্য ৬৬ বছর বয়সি ফ্রাংক মাগনিৎস সোমবার ব্রেমেনের একটি সংবাদপত্র কার্যালয়ে নতুন বছর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে ফিরছিলেন৷ ফেরার পথে দুর্বৃত্তরা তাঁর উপর হামলা চালায়৷ এ সময় একজন নির্মাণ শ্রমিক এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়৷ দুর্বৃত্তদের কাঠের আঘাতে আহত মাগনিৎস এ সময় অচেতন হয়ে পড়েন৷ বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে৷  

এদিকে ব্রেমেন শহরের প্রধানের উপর হামলার এ ঘটনায় প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন দলটির কয়েকজন নেতা৷ দলটির নেতা চেম ও্যজদেমির এক টুইট বার্তায় বলেন, ‘‘সহিংসতাকে কোনোভাবেই সমর্থন করা যায় না, এটা যার বিরুদ্ধেই হোক না কেন৷ ঘৃণা দিয়ে ঘৃণাকে জয় করা যায় না৷''

উল্লেখ্য, গত সপ্তাহে  জার্মানির ড্যোবেলনে এএফডি কার্যালয়ের সামনে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে৷ গত কয়েক সপ্তাহে সাক্সনি রাজ্যের বিভিন্ন শহরেও   এএফডিকার্যালয়ে বেশ কয়েকটি হামলার ঘটনার কথা জানিয়েছে পুলিশ৷ 

রিচার্ড কনর/আরআর

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য