1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে মুসলিমদের উপর হামলা বাড়ছে

১৮ আগস্ট ২০১৭

২০১৭ সালের প্রথম তিন মাসে জার্মানিতে মুসলিমদের উপর দু'টি সহিংস আক্রমণের ঘটনা ঘটে৷ কিন্তু তার পরের তিন মাসে ঐ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬-তে – এমনটাই জানা গেছে একটি জার্মান পত্রিকার বিবরণে৷

https://p.dw.com/p/2iRgs
ছবি: picture alliance/Geisler-Fotopress/C. Hardt

সংসদে বাম গোষ্ঠীর একটি তথাকথিত ‘ছোট প্রশ্নের’ জবাবে ফেডারাল সরকারের তরফ থেকে যে উত্তর দেওয়া হয়, এই পরিসংখ্যান তারই অঙ্গ৷ প্রায় সর্বক্ষেত্রেই অপরাধীরা চরম দক্ষিণপন্থি মহলের সদস্য এবং তাদের একজনকে গ্রেপ্তার করা হয়েছে, বলে ‘নয়ে অসনাব্র্যুকার সাইটুং’-এর বিবরণে প্রকাশ৷

২০১৭ সালের প্রথম তিন মাসে মোট ২০০ ইসলাম বিদ্বেষ প্রণোদিত ঘটনা ঘটেছিল; তার পরের তিন মাসে মুসলিমদের অথবা তাদের প্রতিষ্ঠানসমূহের বিরুদ্ধে উপরাধমূলক গতিবিধির ঘটনা ঘটেছে ১৯২টি – অর্থাৎ প্রথম কোয়ার্টারের তুলনায় মোটামুটি একই পর্যায়ে রয়েছে৷ কর্তৃপক্ষ সদ্য এ বছর থেকে ‘ইসলামবিদ্বেষি অপরাধমূলক কার্যকলাপের’ পরিসংখ্যান রাখতে শুরু করেছেন; সেই কারণে ২০১৬ সালে ইসলামবিদ্বেষি ঘটনার কোনো তুলনামূলক পরিসংখ্যান নেই৷

ইন্টারনেটে মুসলিমদের অথবা মুসলিম উদ্বাস্তুদের বিরুদ্ধে প্ররোচনা – তথাকথিত ‘হেট স্পিচ’ – হুমকি বা শাসানিমূলক বার্তা, রাজপথে হিজাব পরিহিত মহিলা অথবা মুসলিম পুরুষদের উপর আক্রমণ, এছাড়া মুসলিমদের বাড়ি অথবা সম্পত্তির ক্ষতিসাধন কিংবা দেয়ালে নাৎসি স্লোগান লেখাও এই ‘ইসলামবিদ্বেষি অপরাধমূলক কার্যকলাপের’ মধ্যে পড়ে৷

বামদলের স্বরাষ্ট্রনীতি বিষয়ক বিশেষজ্ঞ উলা ইয়েল্পকে মন্তব্য করেছেন যে, ‘‘এখনই সতর্কতা শিথিল করা সম্ভব নয়, কেন না ইসলামবিদ্বেষি অপরাধমূলক ঘটনার সংখ্যা বিশেষ কমেনি ও মুসলিমদের উপর আক্রমণ ক্রমেই আরো সহিংস হয়ে উঠছে৷’’

এসি/ডিজি (ডিপিএ, ইপিডি, এএফপিডি)

প্রিয় পাঠক, আপনি কিছু বলতে চাইলে লিখুন নীচে মন্তব্যের ঘরে...