1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে যেসব জায়গায় করোনা সংক্রমণ বেশি

২৪ আগস্ট ২০২০

স্কুল বা অফিস-আদালত নয়, জার্মানিতে করোনা সংক্রমণ বেশি ছড়ায় ঘরোয়া পরিবেশ বা নার্সিং হোম থেকে৷ এক সমীক্ষা থেকে বেরিয়ে এসেছে এমন তথ্য৷

https://p.dw.com/p/3hPrE
জার্মানিতে করোনা সংক্রমণের বড় দুটো ঘাঁটির একটি প্রবীণদের সেবাকেন্দ্রছবি: Imago Images/photothek/I. Kjer

জার্মানিতে কোন জায়গাগুলো থেকে সংক্রমণ বেশি ছড়ায় তা জানার চেষ্টা করেছে রবার্ট কখ ইন্সিটিটিউট (আরকেআই)৷ শুক্রবার এ বিষয়ে একটি সমীক্ষার প্রতিবেদন প্রকাশ করেছে তারা৷ সেখানে দেখা গেছে, জার্মানিতে করোনা সংক্রমণের বড় দুটো ঘাঁটি ঘর-বাড়ি এবং প্রবীণদের সেবাকেন্দ্র৷

প্রবীণদের নার্সিংহোম বা বৃদ্ধাশ্রমে একজন সংক্রমিত হলে সেখান থেকে গড়ে ১৯ জনের দেহে সংক্রমণ ছড়ায়৷ ঘর-বাড়ি থেকে সংক্রমণের বিস্তারের মাত্রা আরো বেশি৷ সবচেয়ে বেশি শরণার্থী শিবির বা শরণার্থী কেন্দ্রে৷সেখানে একজন থেকে গড়ে সর্বোচ্চা ২১ জনের দেহে কোভিড-১৯ ছড়ায়৷

পরিবারের মধ্যে সংক্রমণের নজিরও কম নয়৷ আরকেআই-র প্রতিবেদনে বলা হয়েছে, পরিবার থেকে বাইরে ব্যাপক সংক্রমণ না ছড়ালেও অনেক ক্ষেত্রে পরিবারের অন্য সদস্যরা সংক্রমণ এড়াতে পারেনন না৷

স্কুলে সংক্রমণ বেশি নয়

গত মার্চে জার্মানির স্কুলগুলো বন্ধ ঘোষণা করা হয়৷ সেই থেকে দীর্ঘ একটা সময় পর্যন্ত ঘরে বসেই ক্লাস করেছে শিক্ষার্থীরা৷ পরে একটা সময় সীমিত পরিসরে স্কুল খুলে দিলেও সংক্রমণ বাড়েনি৷ এখন সব স্কুলই মোটামুটি খোলা৷ তবে স্কুলগুলোতে সংক্রমণের হার মোটেই এখনো তুলনামূলকভাবে কম৷ এ পর্যন্ত সারা দেশের সব স্কুল মিলিয়ে মাত্র ১৫০ জনের সংক্রমিত হওয়ার তথ্য পেয়েছে রবার্ট কখ ইন্সটিটিউট৷ গবেষণা প্রতিষ্ঠানটি জানাচ্ছে, হোটেল-রেস্তোরাঁ, অফিস-আদালত, পার্ক, চিড়িয়াখানায় ঝুঁকি অনেক বেশি হলেও সেসব জায়গাতেও সংক্রমণের হার বেশ কম৷

মেলিসা সৌ-ই ফান ব্রুনারসুম/এসিবি