1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানির ঠিক যা প্রয়োজন

ফেলিক্স স্টাইনার/এসবি২৬ আগস্ট ২০১৫

ইদানীং জার্মানির আচরণের মধ্যে বেশ কিছু পরস্পরবিরোধী অবস্থান লক্ষ্য করা যাচ্ছে৷ শরণার্থীদের জন্য সহায়তার পাশাপাশি হিংসার ঘটনাও ঘটছে৷ ফেলিক্স স্টাইনার মনে করেন, অবশেষে চ্যান্সেলর ম্যার্কেল এ বিষয়ে মুখ খুলে ভালো কাজ করেছেন৷

https://p.dw.com/p/1GLgA
Deutschland zwei Flüchtlinge in Heidenau
ছবি: Reuters/M. Rietschel

গত দুই সপ্তাহ আগে গোটা বিশ্ব জার্মানির মানুষের মতিগতি জানতে পেরেছে৷ নামকরা এক প্রতিষ্ঠান ৫০০টি জনমত সমীক্ষার ফলাফলের এক সংকলন প্রকাশ করেছে৷ তার অনেক অংশ পড়লে হাসি পেতে পারে৷ যেমন জার্মানরা কুকুরের তুলনায় বিড়াল বেশি ভালোবাসে৷ বিয়ারের তুলনায় তারা ওয়াইন পান করতেই পছন্দ করে৷ বাইরে নয়, বাড়ির মধ্যেই তারা উৎসব পালন করতে চায়৷ জার্মানদের সম্পর্কে অনেক প্রচলিত ধারণাই ভুল বলে তুলে ধরা হয়েছে এই সমীক্ষার ফলাফলে৷ তবে একটি বিষয়কে ঘিরে অস্বস্তি রয়ে গেছে৷ সমীক্ষায় একটি বাক্য সম্পর্কে মতামত জানতে চাওয়া হয়েছিল৷ আর তা হলো, ‘জার্মানির বর্তমান রাজনৈতিক ব্যবস্থাই এ পর্যন্ত সেরা'৷ মাত্র তিনটি রাজ্যে অর্ধেকের বেশি মানুষ এ বিষয়ে একমত৷ জার্মানির পূর্বাঞ্চলের তিনটি রাজ্যে মাত্র এক-তৃতীয়াংশ মানুষ একমত পোষণ করে৷ পশ্চিমের তিনটি জনবহুল রাজ্যে মাত্র ৪০ শতাংশ এই বাক্যটি মেনে নিতে প্রস্তুত৷

Felix Steiner
ফেলিক্স স্টাইনার, ডয়চে ভেলেছবি: DW/M.Müller

অনেকেই মৌলিক মূল্যবোধ আত্মস্থ করেনি

এই সমীক্ষার একটি দুর্বলতা অবশ্য স্পষ্ট৷ যারা বর্তমান রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে সন্তুষ্ট নয়, তারা ঠিক কী ধরনের শাসন ব্যবস্থা চায়? – জার্মানির সম্রাট, ‘ফ্যুয়রার' বা নাৎসি শীর্ষ নেতা, নাকি কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতার হাতে তারা ক্ষমতা তুলে দিতে চায়? এই প্রশ্নটিও করা উচিত ছিল৷ তবে যে বিষয়টি স্পষ্ট হয়ে গেছে, সেটা হলো – জার্মানির অসংখ্য মানুষের সঙ্গে রাষ্ট্রের এক দূরত্ব সৃষ্টি হয়েছে৷ সে কারণে তারা সেই রাষ্ট্রের মূল্যবোধের সঙ্গেও তেমন একাত্ম বোধ করে না৷

স্যাক্সনি রাজ্যের হাইডেনাউ শহরে এই মুহূর্তে সেটা অত্যন্ত স্পষ্ট দেখা যাচ্ছে৷ সেখানে উগ্র দক্ষিণপন্থিরা বহিরাগত শরণার্থীদের দিকে লক্ষ্য করে পাথর, বোতল ও আতশবাজি ছুড়ছে এবং সাধারণ মানুষ দাঁড়িয়ে থেকে সেই দৃশ্য দেখছে এবং কার্যত নীরব সমর্থন জানিয়ে চলেছে৷ অসহায় মানুষের উপর হিংসাত্মক হামলা চলছে, যাদের মধ্যে শিশুও রয়েছে৷ তাদের মধ্যে অনেকে ভয়াবহ যুদ্ধের নারকীয় পরিস্থিতি থেকে পালিয়ে এসেছে৷

সমস্যাটা শুধু একটি শহরের মধ্যেই সীমাবদ্ধ নয়৷ জার্মানির অনেক অঞ্চলে গত ৪৮ ঘণ্টায় শরণার্থী শিবিরে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে৷ এই অবস্থায় জার্মান চ্যান্সেলর বুধবার হাইডেনাউ সফর করছেন৷ এটা সত্যিই সুখবর৷ গত সপ্তাহান্ত থেকে এই শহরটি ঘৃণা ও চরম দক্ষিণপন্থি হিংসার প্রতীক হয়ে দাঁড়িয়েছে৷ আঙ্গেলা ম্যার্কেল বুদ্ধিমতী হলে তিনি তাঁর ভাইস চ্যান্সেলর সিগমার গাব্রিয়েল-এর পদাঙ্ক অনুসরণ করবেন না৷ গাব্রিয়েল সোমবার হাইডেনাউ গিয়ে ঢালাওভাবে সব বিক্ষোভকারীদের একই পাত্রে ঢেলে তাদের বিরুদ্ধে কটূক্তি করেছেন৷ আবেগের ভিত্তিতে এমন প্রতিক্রিয়া অপ্রত্যাশিত নয় – কিন্তু একই সঙ্গে অর্থহীন৷ কারণ গালি দেওয়ার অর্থ বিচ্ছিন্ন করা, সরিয়ে দেওয়া৷ জার্মানির সামনে এই মুহূর্তে বিশাল চ্যালেঞ্জ অপেক্ষা করে রয়েছে৷ এই কাজে নাগরিকদেরও মন জয় করতে হবে৷ বিশেষ করে সেই সব মানুষকে, যাঁরা এতকাল উদাসীন ছিলেন৷

চ্যান্সেলরকে মানুষের মন জয় করতে হবে

এ কারণে আঙ্গেলা ম্যার্কেলকে কথা বলতে হবে, আবেগ-অনুভূতি দেখাতে হবে৷ সবার আগে ভীত শরণার্থীদের সঙ্গে কথা বলতে হবে৷ তারপর সাহায্যকারীদের সঙ্গে – যাঁদের অনেকে পেশাদারী ভিত্তিতে কাজ করছেন, অনেক স্বেচ্ছাসেবীও তাঁদের মধ্যে রয়েছেন৷ হাইডেনাউ শহরের সাধারণ মানুষের সঙ্গেও কথা বলতে হবে, যাঁদের মনে অনেক সন্দেহ ও সংশয় রয়েছে৷

ম্যার্কেল-এর সফর সফল হলে শহরের সাধারণ মানুষের চিত্তে পরিবর্তন দেখা যেতে পারে৷ জনপ্রিয় ‘বিল্ড সাইটুং' সংবাদপত্রের ক্ষেত্রে এমন চিত্তশুদ্ধি লক্ষ্য করা যাচ্ছে৷ ‘শরণার্থীদের বন্যা' বা ‘শরণার্থীদের ডেউ'-এর মতো শব্দ আচমকা এড়িয়ে যাওয়া হচ্ছে৷ তার বদলে শিরোনামে লেখা হয়েছে, ‘শরণার্থীদের সহায়তা – আমি এখন কী করতে পারি'৷ এই মুহূর্তে জার্মানির ঠিক এই সুরের প্রয়োজন রয়েছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান