1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
ব্রেকিং

জার্মানির হাইডেলব্যার্গ বিশ্ববিদ্যালয়ে গুলি, আহত একাধিক

২৪ জানুয়ারি ২০২২

জার্মানির হাইডেলব্যার্গ বিশ্ববিদ্যালয়ের এক লেকচার হলে ঢুকে এক বন্দুকধারী গুলি চালিয়েছেন বলে জানা গেছে৷ এতে বেশ কয়েকজন আহত ও সন্দেহভাজন বন্দুকধারী নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে৷

https://p.dw.com/p/460v3
ছবি: Pr-Video|R.Priebe/dpa/picture alliance

কর্তৃপক্ষ বলছে, বন্দুকধারী একাই ছিলেন৷ তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানিয়েছে জার্মানির বার্তা সংস্থা ডিপিএ৷ এছাড়া চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে সংস্থাটি৷ এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানিয়েছে ডিপিএ৷

হামলার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকার কোনো আভাস এখনও পাওয়া যায়নি৷

ইউরোপের অন্যতম সেরা হাইডেলব্যার্গ বিশ্ববিদ্যালয় ১৩৮৬ সালে প্রতিষ্ঠিত হয়৷ বিশ্ববিদ্যালয়ের নয়েনহাইমার ফেল্ড ক্যাম্পাসে এই হামলা হয়৷ সেখানে ন্যাচারাল সায়েন্সের বিভিন্ন বিভাগ অবস্থিত৷ এছাড়া বিশ্ববিদ্যালয় ক্লিনিকের একটি অংশ ও বোটানিক্যাল গার্ডেনও ঐ এলাকায় অবস্থিত৷ 

সাম্প্রতিক সময়ে জার্মানিতে একাধিক হামলার ঘটনা ঘটেছে৷ মূলত জিহাদি ও উগ্র ডানপন্থিরা এসব হামলা চালিয়েছেন৷ 

তবে কড়া বন্দুক আইনের কারণে স্কুলে হামলার ঘটনা বিরল৷ ২০০৯ সালে ভিনেনডেনের এক স্কুলে সাবেক এক শিক্ষার্থীর গুলি চালানোর ঘটনায় নয় শিক্ষার্থী, তিনজন শিক্ষক ও তিনজন পথচারী মারা যান৷ পরে বন্দুকধারী আত্মহত্যা করেন৷

এছাড়া ২০০২ সালে এয়ারফুর্ট শহরে ১৯ বছর বয়সি এক সাবেক পড়ুয়া বহিষ্কৃত হওয়ার প্রতিশোধ নিতে গুলি করে ১৬ জনকে হত্যা করেছিলেন৷ এর মধ্যে ১২ জন শিক্ষক ছিলেন৷ এই হামলকারীও পরে আত্মহত্যা করেন৷

আরকেসি/জেডএইচ (ডিপিএ, এএফপি)

২০১৯ সালের ছবিঘরটি দেখুন...