1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জাল টাকা

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১৬ অক্টোবর ২০১২

বাংলাদেশের বাজারে এখন ৫০ কোটি টাকার জাল নোট আছে৷ যা ঘুরে বেড়াচ্ছে মানুষের হাতে ব্যবসা অথবা ব্যাংক-বিমা প্রতিষ্ঠানে৷ শুধু গত কয়েক মাসেই উদ্ধার হয়েছে ১৫ কোটি টাকার জাল নোট৷

https://p.dw.com/p/16Qgy
ছবি: DW

ঈদ, কোরবানি বা পূজাসহ কোন উৎসব এলেই জাল টাকার চক্র সক্রিয় হয় বেশি৷ কারণ এ সময় অনেক টাকার লেনদেন হয়৷ ব্যবসায়ী এবং ক্রেতারা ব্যস্ত থাকেন৷ আর্থিক প্রতিষ্ঠানে থাকে লেনদেনের চাপ৷ আর এই সুযোগকে কাজে লাগায় জাল টাকার চক্র৷ ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মশিউর রহমান ডয়চে ভেলেকে জানান, তারা গত দুই আড়াই মাসে কয়েক কোটি টাকার জাল নোট, জাল টাকা তৈরির সরঞ্জাম এবং চক্রের অন্তত ৫০ জন সদস্যকে গ্রেফতার করেছেন৷ তিনি আশঙ্কা করেন, বাজারে প্রচুর জাল নোট ছড়িয়ে পড়েছে৷ আর এই জাল নোট সাধারণ মানুষসহ আর্থিক প্রতিষ্ঠানে ঢুকে পড়েছে৷

জাল টাকার কারিগররা খুবই দক্ষ৷ তারা বাংলাদেশি মুদ্রা ছাড়াও বিশ্বের প্রায় সব দেশের কাগজী মুদ্রা জাল করতে সক্ষম৷ আর জাল টাকা বাজারজাত করা হয় কয়েকটি ধাপে৷ এ জন্য রয়েছে নানা গ্রুপ৷ আর বাজারজাত করার ক্ষেত্র তারা ঈদ-কোরবানিসহ সহ নানা উৎসবের সময়কে বেছে নেয়৷

গোয়েন্দা কর্মকর্তারা জানান, তারা এখন জাল টাকার চক্রকে ধরার পাশাপাশি বাজার থেকে জাল নোট উদ্ধারের চেষ্টা করছেন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য