1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যার দায় থেকে রেহাই পেতে পারেন না: শেখ হাসিনা

১৭ আগস্ট ২০১১

জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার দায় এড়াতে পারেন না বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধু কন্যা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷

https://p.dw.com/p/12HYX
Bangladesh ex-premier Sheikh Hasina Wajed hailed Wednesday her landslide election victory as a vote against "misrule" and urged her bitter rival, who has alleged rampant vote-rigging, to accept the result. Sheikh Hasina's Awami League won 231 out of a possible 300 seats in Monday's ballot, while the Bangladesh Nationalist Party of Khaleda Zia -- another former premier -- managed only 27 seats.*** Mr. Mustafiz Mamun, photographer from Bangladesh, contributed these photos for Deutsche Welle. As he mentioned, ‘’these photos are taken by me (Mustafiz Mamun) & I permit Deutsche Welle to use them.’’
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাছবি: Mustafiz Mamun

শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধুর হত্যাকারীদের রক্ষায় আইন প্রণয়ন এবং বিদেশে বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে তাদের পুনর্বাসন করেছেন জিয়া৷ আর তার স্ত্রী খালেদা জিয়া শোক দিবসকে নিজের জন্মদিন বানিয়ে উল্লাস প্রকাশ করছেন৷

জাতীয় শোক দিবসে আওয়ামী লীগের আলোচনা সভায় মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুর খুনীদের রক্ষার সব ব্যবস্থা করেছিলেন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান৷ শুধু তাই নয়, তাদের দেশে-বিদেশে পুনর্বাসন করে বিচারের পথও বন্ধ করা হয়েছিল৷ অবৈধভাবে রাষ্ট্রক্ষমতা দখল করে সে খুনীদের পুরস্কৃত করেছিল৷ তাই জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যার দায় থেকে রেহাই পেতে পারেন না৷

শেখ হাসিনা বলেন, খালেদা জিয়া তার স্বামী জিয়াউর রহমানের পথই অনুসরণ করছেন৷ সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার দিনটিকে তিনি তার জন্মদিন হিসেবে পালন করছেন৷ তিনি শোকের দিনে উল্লাস প্রকাশ করছেন৷ খুনীদের সঙ্গে একাত্মতা প্রকাশের জন্যই ১৯৯৩ সালে তিনি তার নতুন জন্মদিন আবিষ্কার করেন৷

Bangladesh's first prime minister, Sheik Mujibur Rahman, is shown in this 1972 photo. A judge convicted 15 former military commanders Sunday, Nov. 8, 1998, and sentenced them to death in the 1975 assassination of Rahman, father of current Prime Minister Sheikh Hasina. Four others, including a former junior minister for information, were acquitted in the killing. (AP Photo,)
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানছবি: AP

প্রধানমন্ত্রী বিএনপি তথা খালেদা জিযার শাসনামলের কঠোর সমালোচনা করে বলেন, তাদের সময়ই দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদের উত্থান হয়৷ দেশে আইন-শৃঙ্খলার চরম অবনতি ঘটে৷

তিনি আরো বলেন, জিয়াউর রহমান যুদ্ধাপরাধীদেরও ক্ষমা করে দিয়েছিলেন৷ কিন্তু তাতে কোন কাজ হবেনা৷ বঙ্গবন্ধুর খুনীদের যেমন রক্ষা করা যায়নি৷ তেমনি যুদ্ধাপরাধীরাও রেহাই পাবেনা৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য