1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফরীদির চিরপ্রস্থান

১৩ ফেব্রুয়ারি ২০১২

টিভির পর্দায় সাজানো নাটক নয়, সত্যিই চিরতরে চলে গেছেন বাংলাদেশের শক্তিমান অভিনেতা হুমায়ুন ফরীদি৷ সোমবার সকাল ১০টার দিকে ধানমন্ডির বাসায় মারা গেছেন খ্যাতিমান এই অভিনয় শিল্পী৷ মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬০ বছর৷

https://p.dw.com/p/142TT
ছবি: Enamul Karim Nirjhar

ফরীদির বাসার পরিচারক রুবেল জানান, সকাল সাড়ে ৮টার দিকে ফরীদিকে খুঁজতে তাঁর ফ্ল্যাটের দরজায় কড়া নাড়েন কিন্তু কোনো সাড়া না পেয়ে তখন চলে যান তিনি৷ এরপর সকাল ১০টার দিকে আবারো রুবেল সেই ফ্ল্যাটে যান এবং কড়া নাড়েন৷ কিন্তু তখনো কোন সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরে ঢোকেন তিনি৷

ঘরে ঢুকে রুবেল দেখেন যে, ফরীদির বিছানা খালি আর তার বাথরুমের দরজা খানিকটা খোলা৷ সেই দরজার সামনে গিয়ে তিনি দেখেন, ভেতরে পড়ে আছেন হুমায়ুন ফরীদি৷

সেখান থেকে তাঁকে তুলে এনে হুমায়ূন ফরীদির ব্যক্তিগত সহকারী এস এম শাহীন এবং একই বাসার উপর তলায় বসবাসকারী ডাক্তারকে খবর দেন রুবেল৷ ডাক্তার এসে ফরীদিকে মৃত ঘোষণা করে৷

পারিবারিক সূত্রে জানা গেছে, হুমায়ুন ফরীদি সম্প্রতি অসুস্থ হয়ে রাজধানীর মডার্ন হাসপাতালে ছিলেন৷ রক্তে হিমোগ্লোবিন কমে যাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিলো৷ এছাড়া ফুসফুসের জটিলতাসহ অন্যান্য সমস্যায়ও ভুগছিলেন তিনি৷ দুই দিন আগে হাসপাতাল থেকে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়৷

গুণী এই অভিনেতার মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে নেমেছে শোকের ছায়া৷ তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধী দলীয় প্রধান খালেদা জিয়া৷

১৯৫২ সালের ২৯ শে মে ঢাকায় জন্ম গ্রহণ করেন হুমায়ুন ফরীদি৷ পড়ালেখা করেছেন জাহাঙ্গীর নগর বিস্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে৷

মঞ্চনাটক দিয়ে শুরু হয় তার অভিনয় জীবন৷ দীর্ঘ ৩০ বছরের অভিনয় জীবনে অসংখ্য মঞ্চনাটক, টিভি নাটক ও সিনেমায় কাজ করেছেন তিনি৷

খুনি, হিংস্র খল-নায়কের চরিত্র থেকে শুরু করে অতি সাধারণ আলা-ভোলা, বোকা-সোকা মানুষের জীবন, যে কোনো চরিত্রেই অতুলনীয় ছিলো ফরীদির অভিনয়৷ সেই অসাধারণ অভিনয় দিয়েই তিনি জয় করেছেন অজস্র মানুষের মন৷

কাউকে কিচ্ছু না বলে, ফাল্গুনের এই প্রথম দিনে এমন হঠাৎ করেই তাঁর নাই হয়ে যাওটা এবার আর অভিনয় নয়৷ মৃত্যুর দৃশ্যটা শেষ করে মুখের মেক-আপ তুলতে তুলতেই এবার আর তিনি হেসে উঠবেন না৷

রুপালি পর্দার মিছে মৃত্যু নয়, বাস্তবেই না ফেরার দেশে ফরীদির চলে যাওয়া৷ তার এই চিরপ্রস্থানে আজ অশ্রু ছলোছল বন্ধু, ভক্ত ও দর্শকের চোখ৷

প্রতিবেদন: আফরোজা সোমা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারুক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য