1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জুনের গরমে পুড়ছে ইউরোপ

২৫ জুন ২০১৯

অসহনীয় গরমে পুড়ছে উত্তর ইউরোপ৷ জার্মানি, ফ্রান্স ও বেলজিয়ামে আগামী দিনগুলোতে তাপমাত্রা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়াবিদেরা৷

https://p.dw.com/p/3L2v1
Frankreich | Hitzewelle
ছবি: Getty Images/AFP/P. Huguen

জার্মান আবহাওয়া বিভাগ বলছে, আগামী বুধবার দেশটিতে তাপমাত্রা ৪০ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত হতে পারে৷ ফলে এটি হবে ১৯৪৭ সালের পর দেশটিতে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড৷ সে বছর জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরে তাপমাত্রা দাঁড়িয়েছিল ৩৮ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস৷

এদিকে তীব্র এ গরমের কারণে বন-জঙ্গলে অগ্নিকান্ডের আশঙ্কার বিষয়টিও বিবেচনায় রাখছে জার্মান সরকার৷

সতর্ক থাকার আহ্বান ম্যাঁক্রোর

ফ্রান্সের আবহাওয়া বিভাগের পূর্ভাবাস অনুযায়ী, দেশটির কিছু অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রী পর্যন্ত উঠতে পারে৷ পরিস্থিতি মোকাবেলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ৷ তিনি বলেন, ''এটি একেবারেই অপ্রত্যাশিত যে জুন মাসেই তাপমাত্রা এত বাড়ছে৷ ১৯৪৭ সালের পর থেকে এমন অবস্থা আর দেখিনি৷‘‘ এ অবস্থায় সকলকে বিশেষ করে অসুস্থদের, শিশু ও গর্ভবতী মহিলাদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি৷

বাড়ছে গরম

বিজ্ঞানীরা বলছেন, গ্রীষ্মকালে ইউরোপে তামপমাত্রার হার ক্রমান্বয়ে বাড়ছে৷ তাপমাত্রা বৃদ্ধির এ বিষয়টিকে পরিবেশের বিপর্যয় হিসেবেই দেখছেন তাঁরা৷ জার্মানির পটসডাম ইন্সটিটিউট ফর ক্লাইমেট ইম্প্যাক্ট রিসার্চের গবেষক স্টেফান রামস্টোর্ফ জানান, তেল, গ্যাস ও খনিজ কয়লা পোড়ানোর ফলে বায়ুমন্ডলে গ্রিনহাউস গ্যাসের পরিমান বাড়ছে , ফলে বাড়ছেবৈশ্বিক তাপমাত্রা

আরআর/কেএম (এপি, ডিপিএ)    

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য