1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঝুঁকির মুখে প্রায় ৬০ লাখ গ্রাহক

হারুন উর রশীদ স্বপন, ঢাকা৪ জুন ২০১৩

বাংলাদেশে ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রাহকরা ঝুঁকির মধ্যে রয়েছেন বলে জানিয়েছে গোয়েন্দা বিভাগ৷ এখানকার এটিএম বুথগুলোর নিরাপত্তা ব্যবস্থাও পর্যাপ্ত নয়৷ এ কারণে বড় ধরণের জালিয়তির আশঙ্কা রয়েছে৷

https://p.dw.com/p/18j8O
ILLUSTRATION - Zwei Kreditkarten stecken am 18.11.2009 in Frankfurt am Main in einer Geldörse. Die Kreditkartenanbieter Mastercard und Visa setzen ebenso auf das sogenannte kontaktlose Bezahlen wie die Sparkassen. Ungeachtet aller technischen Neuerungen kramen die meisten Menschen in Deutschland an der Kasse in ihren Geldbörsen allerdings nach passendem Bargeld statt zum Plastikgeld zu greifen. Foto: Marius Becker dpa/lhe (zu dpa "Einkaufen im Vorbeigehen: Modernes Plastikgeld" vom 23.12.2011) +++(c) dpa - Bildfunk+++
Kreditkarteছবি: picture-alliance/dpa

বাংলাদেশের প্রায় ৬০ লাখ গ্রাহক ক্রেডিট এবং ডেবিট কার্ড ব্যবহার করেন৷ এখন প্রায় সব ব্যাংকই এই দু’ধরনের কার্ড ইস্যু করে গ্রাহকদের৷ ২৪ ঘণ্টা নগদ টাকা তোলা এবং কেনাকাটার জন্য দ্রুতই এই কার্ড বাংলাদেশে জনপ্রিয় হয়ে উঠছে৷ কিন্তু সম্প্রতি ক্রেডিট কার্ড জালিয়াত চক্রের এক সদস্য মোশররফ হোসেন গ্রেপ্তার হওয়ার পর, কিছুটা ধাক্কা খেয়েছে ব্যাংকগুলো৷

গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মশিউর রহমান ডয়চে ভেলেকে জানান, এই কার্ড জালিয়াতির ঘটনা আগে থেকেই ঘটে আসলেও ব্যাংকগুলো তাদের সুনামের কথা চিন্তা করে চুপচাপ ছিল৷ কিন্তু এখন তারা তা স্বীকার করছে৷ তিনি জানান, কয়েকমাস আগে সেলিম নামে এক ক্রেডিট কার্ড জালিয়াত ব্র্যাক ব্যাংক থেকে চার লাখ ঢাকা টাকা তুলে নিয়েছে বলে জানা গেছে৷ অন্যদিকে, চট্টগ্রামে সিটি ব্যাংকেও ক্রেডিট কার্ড জালিয়াতির ঘটনা ধরা পড়েছে৷ জালিয়াত চক্র জাল ক্রেডিট কার্ড থেকে ১০ লাখ টাকার কেনাকাটা করেছেবলে খবর৷ আর পুলিশ এই অপরাধে জড়িত থাকার অভিযোগে আব্দুর রহমান এবং শ্রীলংকান নাগরিক মোহনা থারাসকে গ্রেপ্তার করেছে৷

Symbolbild zum Thema Kreditkarten-Betrug und Datenklau. Im größten Fall von Kreditkarten-Betrug in der Geschichte der USA ist ein 28-jähriger Computer-Hacker angeklagt worden, teilte das US-Justizministerium am Montag, den 17.08.2009 (Ortszeit) in Washington mit.
বাংলাদেশের প্রায় ৬০ লাখ গ্রাহক ক্রেডিট এবং ডেবিট কার্ড ব্যবহার করেনছবি: dpa

পুলিশ জানিয়েছে, বাংলাদেশে ম্যাগনেটিক স্ট্রিপের যে কার্ড ব্যবহার করা হয় তা জাল করা খুবই সহজ৷ এ পর্যন্ত যে ক’জন ধরা পড়েছে তারাও একই কথা বলেছে৷ এছাড়া এটিএম বুথগুলো পুরনো প্রযুক্তির৷ বুথের কার্ড পাঞ্চ করার জায়গায় স্ক্যাম প্রতিরোধক কোনো ব্যবস্থা নেই৷ তাই সেখান থেকেই এতদিন গ্রাহকদের কার্ডের তথ্য এবং পিন চুরি হয়ে আসছিল৷ কিন্তু সম্প্রতি আটক হওয়া মোশাররফ আরো আধুনিক প্রযুক্তি নিয়ে এসেছে কার্ড জালিয়াতির জন্য৷ মশিউর রহমান জানান, তাদের ধারণা এই প্রযুক্তি এখন আরো কয়েকটি গ্রুপের হাতে রয়েছে৷ যা স্বাভাবিকভাবেই আশঙ্কার কারণ৷ ব্র্যাক ব্যাংকের হেড অব কমিউনিকেশন জীশান কিংশুক হকও ডয়চে ভেলের কাছে স্বীকার করেন যে কমপক্ষে একবার টাকা উত্তোলনের আগে এই প্রতারণা ধরার সুযোগ নেই৷

বাংলাদেশে ক্রেডিট এবং ডেবিট কার্ডে এখনো মাইক্রো চিপস ব্যবহার করা হয় না৷ অথচ গোয়েন্দারা মনে করেন, মাইক্রো চিপস ব্যবহার শুরু হলে জালিয়াতি অনেক কমবে৷ কারণ এটি কপি করার প্রযুক্তি এখানো বাংলাদেশে নেই৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য