1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজটিউনিশিয়া

টিউনিশিয়া উপকূলে নৌকাডুবিতে নিহত ছয়

২৮ জানুয়ারি ২০২২

ভূমধ্যসাগরের টিউনিশিয়ার উপকূলীয় এলাকায় অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী এক নৌকাডুবির ঘটনায় ছয়জন নিহত হয়েছেন৷ এখনও ৩০ জন নিখোঁজ রয়েছেন৷

https://p.dw.com/p/46Ev3
ভূমধ্যসাগরের টিউনিশিয়ার উপকূলীয় এলাকায় অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী এক নৌকাডুবির ঘটনায় ছয়জন নিহত হয়েছেন৷
(ফাইল ছবি) ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছার চেষ্টা কালে নৌকাডুবিতে গত বছর অন্তত ১৬শ’ জন অভিবাসনপ্রত্যাশী নিহত হয়েছেনছবি: Joan Mateu/AP/picture alliance

নৌকাটিতে মোট ৭০ জন অভিবাসনপ্রত্যাশী ছিলেন বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর৷ এদের মধ্যে ৩৪ জনকে উদ্ধার করা হয়েছে৷ নিখোঁজদের সন্ধানে উদ্ধার কাজ চলছে বলে জানায় ইউএনএইচসিআর৷

উদ্ধারকৃতদের বরাত দিয়ে সংস্থাটি জানায়, অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে নৌকাটি লিবিয়ার সমুদ্র উপকূল থেকে বুধবার ইউরোপের উদ্দেশ্যে যাত্রা করে৷ যাত্রাপথে এক পর্যায়ে বৃহস্পতিবার টিউনিশিয়ার সমুদ্রউপকূলীয় এলাকায় নৌকাটি ডুবে গেলে হতাহতের এই ঘটনা ঘটে৷ অভিবাসনপ্রত্যাশীরা সবাই আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক বলে জানা গেছে৷  

উল্লেখ্য, এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে থেকে অভিবাসনপ্রত্যাশীরা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছার চেষ্টা করে থাকেন৷ বেশিরভাগ সময় আফ্রিকার দেশ টিউনিশিয়া এবং লিবিয়ার উপকূল থেকে ঝুঁকিপূর্ণ নৌকায় এসকল যাত্রায় প্রায়ই হতাহতের ঘটনা ঘটে৷

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছার চেষ্টা কালে নৌকাডুবিতে গত বছর অন্তত ১৬শ’ জন অভিবাসনপ্রত্যাশী নিহত হয়েছেন৷   

প্রথম প্রকাশ: ২৮ জানুয়ারি, ২০২১ ইনফোমাইগ্রেন্টস

অভিবাসী বিষয়ক সংবাদমাধ্যম ইনফোমাইগ্রেন্টস তিনটি প্রধান ইউরোপীয় সংবাদমাধ্যমের নেতৃত্বে একটি যৌথ প্লাটফর্ম৷ প্লাটফর্মটিতে রয়েছে জার্মানির আন্তর্জাতিক গণমাধ্যম ডয়চে ভেলে, ফ্রান্স মিডিয়া মোন্দ, এবং ইটালিয়ান সংবাদ সংস্থা আনসা৷ এই প্রকল্পের সহ-অর্থায়নে রয়েছে ইউরোপীয় ইউনিয়ন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান