1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টিউনিশিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হলেন স্পিকার মেবেজা

১৫ জানুয়ারি ২০১১

টিউনিশিয়ার প্রধানমন্ত্রী অন্তর্বর্তী প্রেসিডেন্ট নন৷ সংসদের স্পিকার হবেন অন্তবর্তী প্রেসিডেন্ট৷ সংবিধান অনুযায়ী এই রায় দেশটির সর্বোচ্চ সাংবিধানিক পরিষদের৷ ফলে নতুন রাষ্ট্র প্রধান হতে চলেছেন ৭৭ বছর বয়সি ফুয়েদ মেবেজা৷

https://p.dw.com/p/zy2P
Tunisian, speaker, lower house, parliament, Foued, Mbazaa, interim, President, Tunisia, North, African, country, টিউনিশিয়া, অন্তর্বর্তী, প্রেসিডেন্ট, স্পিকার, ফুয়েদ, মেবেজা
টিউনিশিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট স্পিকার ফুয়েদ মেবেজাছবি: dapd

শনিবার সরকারিভাবে জানিয়ে দেওয়া হলো, টিউনিশিয়ার প্রেসিডেন্ট জয়নাল আবিদিন বেন আলি নিশ্চিতভাবেই ক্ষমতা এবং দেশ ছেড়ে গেছেন৷ ফলে বিদায়ী প্রেসিডেন্টের স্থলাভিষিক্ত হবেন জাতীয় সংসদের স্পিকার৷ দেশটির সংবিধানের ৫৭ ধারা অনুয়ায়ী এই ফয়সালা দিল সাংবিধানিক পরিষদ৷ প্রেসিডেন্ট বেন আলি দেশ ছাড়ার আগে প্রধানমন্ত্রী মোহাম্মেদ ঘানোচিকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেন৷ কিন্তু সংবিধানের ৫৬ ধারায় এটি সম্ভব হলেও তাতে বেন আলির জন্য আবারও ক্ষমতায় ফিরে আসার পথ খোলা থেকে যায়৷

এই পথ বন্ধ করতেই স্থায়ীভাবে বেন আলির অপসারণের রাস্তা বেছে নিয়েছে সাংবিধানিক পরিষদ৷ আর সেই বিধান অনুসারে স্পিকার ফুয়েদ মেবেজাই হলেন অন্তর্বর্তী প্রধান৷ এমনকি প্রধানমন্ত্রী মোহাম্মেদ ঘানুচির অনুরোধেই সাংবিধানিক পরিষদ বিষয়টি পর্যালোচনা করে এমন সিদ্ধান্তে পৌঁছয় বলে সরকারি বিবৃতিতে জানানো হয়েছে৷ একইসাথে আগামী ৪৫ থেকে ৬০ দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন করতে হবে বলেও রায় দিয়েছে দেশটির সর্বোচ্চ এই আইন পরিষদ৷ সাংবিধানিক পরিষদের প্রেসিডেন্ট ফাতহি আব্দেন নাসের রাষ্ট্রীয় টেলিভিশনে এসব কথা বলেন৷

এদিকে, রাজধানী টিউনিস থেকে বিশেষ বিমান যোগে সৌদি আরবে পালিয়ে আশ্রয় নেওয়ার পর টিউনিশিয়ার সাবেক প্রেসিডেন্ট জয়নাল আবিদিন বেন আলি শনিবার টেলিফোন করেন লিবীয় নেতা মোয়াম্মার গাদ্দাফির কাছে৷ খবর লিবিয়ার বার্তাসংস্থা জানা'র৷ তবে দুই নেতার টেলিফোন আলাপ নিয়ে বিস্তারিত কোন তথ্য জানা যায়নি৷ অবশ্য বার্তাসংস্থাটি বলছে, লিবীয় নেতা গাদ্দাফি শনিবার ভ্রাতৃপ্রতিম টিউনিশিয়ার জনগণের উদ্দেশ্যে বক্তৃতা দেবেন বলে আশা করা হচ্ছে৷

টিউনিশিয়ার জনগণকে শান্ত এবং ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে আরব লিগ৷ কায়রো ভিত্তিক এই সংস্থাটি শনিবার এক বিবৃতিতে টিউনিশিয়ার সকল রাজনৈতিক দল এবং সামরিক ও বেসামরিক প্রতিনিধিদের ঐক্যবদ্ধ থেকে জাতীয় স্থিতিশীলতার জন্য কাজ করার আহ্বান জানিয়েছে৷ পৃথক এক বিবৃতিতে টিউনিশিয়ার জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছে ইসলামি সম্মেলন সংস্থা ওআইসি৷ সেখানে নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হয়৷ এছাড়া টিউনিশিয়ার ২৩ বছরের স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণের রুখে দাঁড়ানো এবং সাফল্যকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনি ইসলামি জিহাদ গোষ্ঠী৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়