1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দোষী সাব্যস্ত বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক

১৯ জুলাই ২০১৮

টেরেসা মে-কে হত্যাচেষ্টায় দোষী সাব্যস্ত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক৷ ২০ বছর বয়সি নাইমুর রহমানকে সন্ত্রাসী কার্যক্রমের প্রস্তুতি নেয়ার দায়ে অভিযুক্ত করেছে ওল্ড বেইলি কোর্ট৷

https://p.dw.com/p/31jds
USA Theresa May in Philadelphia
ছবি: Reters/M. Makela

পুলিশ বলছে, প্রথমে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ডাউনিং স্ট্রিটের অফিসের গেটে বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা ছিল নাইমুরের৷ তারপর বিশৃঙ্খল পরিস্থিতির সুযোগ নিয়ে অফিসে ঢুকে ছুরি বা বন্দুক ব্যবহার করে হত্যা করা হতো টেরেসা মে-কে৷

১০ নং ডাউনিং স্ট্রিট ব্রিটিশ প্রধানমন্ত্রীদের রাষ্ট্রীয় বাসভবন এবং অফিস৷ ভবনটি সবসময়ই কড়া নিরাপত্তার চাদরে ঢাকা থাকে৷ তবে রাস্তার শেষ প্রান্তে পর্যটক ও দর্শনার্থীদের জন্য একটি গেট আছে৷

মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম কমান্ডের প্রধান ডিন হেডন বলেন, ‘‘আমরা এমন এক ব্যক্তির কথা বলছি, যে পুলিশ সদস্যসহ অন্যান্য অনেক মানুষকে হত্যা, জখম ও পঙ্গু করে ফেলতে পারতো৷''

ব্রিটিশ নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থা ‘এমআই ফাইভ'-এর সদস্যরা পরিচয় গোপন করে নাইমুরের সাথে অনলাইনে ঘনিষ্ঠ হন৷ নাইমুর ভেবেছিলেন তিনি আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট- আইএসের সদস্যদের সাথে কথা বলছেন৷ তখনই তার কাছ থেকে ডাউনিং স্ট্রিট পরিকল্পনার তথ্য পান ব্রিটিশ গোয়েন্দারা৷

গত নভেম্বরে গোয়েন্দাদের একটি সাজানো বৈঠকে যোগ দিতে এলে তাকে আটক করা হয়৷ এ সময় তার কাছ থেকে দুটি নকল বিস্ফোরকও উদ্ধার করেন গোয়েন্দারা৷

হেডন জানান, নাইমুরের এক মামা সিরিয়ায় গিয়ে আইএসে যোগ দিয়েছেন এবং তার কাছ থেকেই ব্রিটেনে হামলার পরিকল্পনার উৎসাহ পেয়েছেন নাইমুর৷

পুলিশ বলছে, এই পরিকল্পনা দুই বছর ধরে কার্যকর করার চেষ্টা করছেন নাইমুর৷ কিন্তু গত বছর তার মামা সিরিয়ায় এক ড্রোন হামলায় মারা যাওয়ায় পরিকল্পনা ভেস্তে যায়৷

এডিকে/এসিবি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য