1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ডলারের তুলনায় ইউরোর মুল্যহ্রাস

রিয়াজুল ইসলাম৩ সেপ্টেম্বর ২০০৮

তেলের দাম কমে যাওয়ায় গত কয়েকদিনে ডলারের দাম বেড়ে যাওয়ার পাশাপাশি ইউরোর দাম কমে গেছে৷ সম্প্রতি ইইউভুক্ত অঞ্চলের ব্যাংকগুলোতে সুদের হার কমে যাওয়ায় ডলারের তুলনায় ইউরোর চাহিদা কমে যাচ্ছে৷

https://p.dw.com/p/FAYf
ইউরোর মুল্যহ্রাসছবি: picture-alliance / Helga Lade Fotoagentur GmbH

যার প্রতিক্রিয়ায় কমছে ইউরোর দাম৷ বুধবার প্রতি ইউরোর দাম গিয়ে ঠেকেছে এক দশমিক ৪৪ ডলারে যা গত সাত মাসের মধ্যে সর্বনিম্ন৷ এদিকে ইউরোর পাশাপাশি পাউন্ডের বিপরীতেও এখন ভালো অবস্থান নিতে শুরু করেছে মার্কিন ডলার৷

ব্যবসায়ীদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গত কয়েকদিন ধরে তেলের দাম কমে যাওয়ায় ইউরোপীয়ান সেন্ট্রাল ব্যাংক ও ব্যাংক অব ইংল্যান্ড এর জন্য সুদের হার কমিয়ে দেয়ার একটি সুযোগ তৈরী হয়েছে৷ এর ফলে বিনিয়োগকারীরা এখন ইউরো কিংবা পাউন্ডের চেয়ে ডলারের দিকে ঝুকে পড়ছে৷

উল্লেখ্য, হারিকেন গুস্তাভের কারণে গত কয়েকদিন ধরে মেক্সিকো উপসাগরে জ্বালানী তেল উত্পাদন বন্ধ রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র৷ এর পরিবর্তে মার্কিন সরকার তাদের কৌশলগত জ্বালানী রিজার্ভ খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে৷ এ সিদ্ধান্তের পর বুধবার তেলের দাম আরও কমে যায়৷ এর আগে গত জুলাই মাসে তেলের দাম সর্বোচ্চ ১৪৭ ডলার পর্যন্ত উঠে গিয়েছিলো৷ তবে গত দেড় মাসে তা প্রায় ২৫ শতাংশ পর্যন্ত কমে এসেছে৷