1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ডাক্তারদের প্রাণ বাঁচাচ্ছেন ফ্যাশন ডিজাইনার

৩ এপ্রিল ২০২০

এক ইউক্রেনিয়ান ফ্যাশন ডিজাইনার দামী জামার বদলে দিনরাত করোনার সাথে লড়াইরত ডাক্তারদের জন্য বিশেষ পোশাক তৈরি করছেন৷

https://p.dw.com/p/3aPhZ
ছবি: Reuters/G. Garanich

ইউক্রেনের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফ্যাশন ডিজাইনার ইভান ফ্রোলভের তৈরি জামা গায়ে দেন গোয়েন স্টেফানি বা মিলা জোভোভিচের মতো তারকারা৷ ইভানের তৈরি জামাকাপড় ফ্যাশনে আগ্রহীদের খুব প্রিয়৷

কিন্তু আসন্ন গ্রীষ্মকালীন নতুন পোশাকের সম্ভার সাজানোর বদলে ইভান তাঁর কারখানায় তৈরি করছেন ডাক্তারদের জন্য বিশেষ ধরনের পোশাক৷ তাঁর দেশ ইউক্রেনে ডাক্তাররা বিরামহীন লড়াই করছেন করোনা ভাইরাসের বিরুদ্ধে৷ কিন্তু তাদের কাছে পর্যাপ্ত সংক্রমণ ঠেকাতে পারে এমন পোশাক নেই৷

দেশের এমন বিপদের দিনে তাই ইভান নিজের কাজের ধরনে বদল এনেছেন৷ বিশেষ ধরনের কাপড় স্পানবন্ড দিয়ে তৈরি করছেন ‘কাভার-অল', যা ডাক্তারকে সংক্রমণের হাত থেকে বাঁচাতে পারে৷ এই কাজে ইভানের সাথে রয়েছেন তাঁর কারখানায় কর্মরত দর্জিরা৷ কড়া নিরাপত্তায়, বিশেষ স্বাস্থ্যবিধি মেনেই চলছে এই কাজ৷

‘আসল হিরো ডাক্তাররাই’

ইভানের ডিজাইন এমনিতে বিখ্যাত যৌন আবেদন জাগানো পোশাক তৈরির জন্য৷ মূলত গ্ল্যামার জগতের পরিচিত নাম ইভান এই মহামারীর সময়ে নিজের ভূমিকা নিয়ে সচেতন৷ তাঁর বক্তব্য, ‘‘আমরা অসাধারণ কিছুই করছি না৷ আমরা যা পারি, তাই করে যাচ্ছি৷ সর্বোচ্চ নিরাপত্তার মধ্যে থেকে আমরা কাজ করে যাচ্ছি৷ আমরা মোটেই হিরো নই৷ হিরো হচ্ছেন সেই ডাক্তাররা, যারা সঠিক পোশাক ছাড়া নিজেদের ঝুঁকি অগ্রাহ্য করে অন্যদের জীবন বাঁচাচ্ছেন৷’’

ইভানের এই প্রকল্পে অনেকেই অর্থ সহায়তা দিচ্ছেন৷ সেই টাকা দিয়ে চলছে কাপড়, সুতো ইত্যাদি কেনার কাজ৷ অনেকে আবার সরাসরি সেলাইয়ের জন্য প্রয়োজনীয় সামগ্রী দিয়েও সাহায্য করছেন৷

শেষ পাওয়া অনুযায়ী, ইউক্রেনে করোনা সংক্রমণে আক্রান্ত হয়েছেন ৯৪২জন, মারা গেছেন ২৩জন৷

এসএস/এসিবি (রয়টার্স) 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য