1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘ডারউইনস ফ্রগ'-দের বৈশিষ্ট্য

কাটিয়া ড্যোনে/জেডএইচ২৬ মে ২০১৬

বিবর্তনবাদ তত্ত্বের জন্য বিখ্যাত চার্লস ডারউইন৷ পরবর্তীতে তাঁর নামে একটি ব্যাঙের নামকরণ করা হয়, কারণ তিনিই প্রথম চিলিতে ব্যাঙটি আবিষ্কার করেছিলেন৷ তিন সেন্টিমিটার লম্বা এই ব্যাঙ তার এক বিশেষ বৈশিষ্ট্যের জন্য পরিচিত৷

https://p.dw.com/p/1IuBY

‘ডারউইনস ফ্রগ’-দের বিশেষ বৈশিষ্ট্য

আর্জেন্টিনা ও চিলির দক্ষিণাঞ্চলে অবস্থিত পাতাগোনিয়ায় অনেক ফাঁকা জায়গা রয়েছে৷ সেখানকার প্রকৃতি এখনও ধ্বংসের মুখে পড়েনি, কেননা খুব কম লোকের বাস সেখানে৷ প্রতি বর্গকিলোমিটারে মাত্র দুই জন৷ তাই প্রাণীরা এখনও সেখানে বেশ আরামেই থাকতে পারছে৷ যেমন ‘ডারউইনস ফ্রগ'৷ মাত্র তিন সেন্টিমিটার লম্বা হলেও প্রকৃতি গবেষক চার্লস ডারউইনের চোখ এড়িয়ে যায়নি ব্যাঙগুলো৷

তবে তারা এখন হুমকির মুখে৷ পশু চিকিৎসক কার্লোস বারিয়েন্তোস দোনোসো বলছেন, ‘‘এই জাতের ব্যাঙ এখন হুমকির মুখে রয়েছে৷ এর একটি কারণ মাটিতে পরিবর্তন৷ এছাড়া তাদের মধ্যে বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ছে৷''

চিলির অন্যতম বড় শহর কনসেপসিওন-এ এই জাতের ব্যাঙের ব্রিডিংয়ের জন্য একটি কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে৷ ‘‘এই কেন্দ্রের লক্ষ্য প্রজননের মাধ্যমে বাচ্চা প্রসব করিয়ে সেগুলোকে প্রকৃতিতে ছেড়ে দেয়া৷ এভাবে আমরা প্রাণীদের সাহায্য করতে চাই, কেননা তারা বিপদে আছে'', জানান দোনোসো৷

একটি সরকারি বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করা ঐ কেন্দ্রে কিছু আর্থিক সহায়তা দিয়েছে জার্মানির লাইপশিগ শহরের চিড়িয়াখানা কর্তৃপক্ষ৷

ডারউইনস ফ্রগ সাধারণত খয়েরি, হলুদ আর সবুজ রঙয়ের হয়ে থাকে৷ কিছু প্রজাতি তাদের জীবদ্দশায় রং পরিবর্তন করে থাকে৷ তবে কী কারণে তা এখনও জানা যায়নি৷ এই জাতের ব্যাঙের অনেক বৈশিষ্ট্য এখনও বিজ্ঞানীদের অজানা৷

ব্রিডিং কেন্দ্রে কখনও কখনও এক টেরারিয়ামেই পুরুষ ও নারী ব্যাঙদের রাখা হয়৷ ডারউইনস ফ্রগদের ক্ষেত্রে সন্তান জন্ম দিতে বাবা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে৷ ডিম ফোটার আগ পর্যন্ত পুরুষ ব্যাঙ তার গলার বিশাল ঝিল্লিতে নিষিক্ত ডিমকে ধরে রাখে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান