1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ডার্করুম কর্মীদের নিয়ে ডকুমেন্টারি ‘ইথোস অফ ডার্কনেস’

নন্দিনী বন্দ্যোপাধ্যায় কলকাতা
৫ সেপ্টেম্বর ২০২২

সেলুলয়েড ফিল্মে তোলা চলচ্চিত্র প্রেক্ষাগৃহে প্রদর্শনযোগ্য ও সুশ্রাব্য করে তুলতেন একদল ল্যাবরেটরি কর্মী৷ পরিস্ফুটনের প্রক্রিয়াটিতে প্রয়োজন পড়তো ক্ষতিকর বিভিন্ন রাসায়নিকের৷

https://p.dw.com/p/4GQZt

ডার্করুম বা অন্ধকার ঘরে বসে এই রাসায়নিকগুলো ব্যবহার করে নিজেদের স্বাস্থ্য ও আয়ুর বিনিময়ে একটি চলচ্চিত্রকে ধীরে ধীরে দর্শনযোগ্য করে তোলার এই কারিগররা না পেয়েছেন স্বীকৃতি, না পেয়েছেন অর্থ৷ কেউ মনে রাখেনি যাদের, আড়ালের সেই ম্যাজিশিয়ানদের কথাই তার ‘ইথোস অফ ডার্কনেস’ ডকুমেন্টারিতে তুলে ধরেছেন কলকাতা-নিবাসী নির্মাতা অভিজিৎ ব্যানার্জী৷