1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ড্র-তেই খুশি ফ্রান্স-ডেনমার্ক

২৬ জুন ২০১৮

ম্যাচ শেষে খুশি ফ্রান্স ও ডেনমার্ক উভয়েই৷ গ্রুপের শেষ ম্যাচে উত্তেজনাহীন দুই দলের মুখোমুখি শূন্য গোলের সমতায় শেষ হওয়ায় ফ্রান্সের হাত ধরে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়েছে ডেনমার্কেরও৷

https://p.dw.com/p/30L6d
Fußball WM 2018 Dänemark v Frankreich
ছবি: Reuters/G. Garanich

দ্বিতীয় রাউন্ড আগেই নিশ্চিত হয়ে গেছে ৯৮-এর চ্যাম্পিয়ন ফ্রান্সের৷ এ ম্যাচে ড্যানিশদের বিপক্ষে তাদের লড়াইটা ছিল গ্রুপ চ্যাম্পিয়নশিপের৷ আগের দুই খেলায় ফ্রান্সের ছয় পয়েন্ট ও ডেনমার্কের ছিল চার পয়েন্ট৷

ফ্রান্সের কোচ দেশঁ-ও দলের মূল তারকাদের দিলেন বিশ্রাম৷ পগবা, এমবাপে, উমতিতিরা ছিলেন না শুরুর এগারোতে৷ তবে জিরোউড, ডেম্বেলে নেমেছেন৷ সেখানে পূর্ণ শক্তির দল নিয়েই নেমেছিল ডেনমার্ক৷ কিন্তু কাজ হয়নি৷ প্রথমার্ধে কয়েকটি সুযোগ তৈরি করেছিল ফ্রান্স৷ কিন্তু রাফায়েল ফারানে-জিরোউডরা বল প্রতিপক্ষের জালে পাঠাতে ব্যর্থ হন৷ সুযোগ এসেছিল ড্যানিশদেরও৷ ২১ মিনিটে এরিকসনের একটি কর্নার ডি-বক্সের ছয় গজের মধ্যে সুযোগ প্রায় এনেই দিয়েছিল ডেনমার্কের ফরোয়ার্ডদের সামনে৷ কিন্তু তার আগেই তা ক্লিয়ার করেন ফ্রান্সের ডিফেন্ডাররা৷ প্রথমার্ধ থাকে গোলশূন্য৷

লুঝনিকি স্টেডিয়ামে দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে আবারো ড্যানিশ ফরোয়ার্ড এরিকসনের শট ফ্রেঞ্চ গোলরক্ষক মান্দান্দা তা ঠেকিয়ে দিতে পারলেও গোল করার সুযোগ এসেছিল কর্নেলিয়াসের সামনে৷ কিন্তু তিনি তা আমলে নেবার আগেই মান্দান্দা তা দখল করে নেন৷ শেষ পর্যন্ত শূন্য গোলের সমতাতেই শেষ হয় খেলা৷ তাতে নিশ্চিত হয়ে যায় দু'দলেরই দ্বিতীয় রাউন্ড৷ ফ্রান্স ৭ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে৷ আর দ্বিতীয় অবস্থানে থাকা ডেনমার্কের পয়েন্ট ৫৷

FIFA Fußball-WM 2018 in Russland | Dänemark vs. Frankreich
ম্যাচের পর ডেনমার্ক দলের উল্লাসছবি: Reuters/C. Recine

সান্ত্বনার জয় পেরুর

ফ্রান্স-ডেনমার্কের ড্র'য়ের কারণে গুরুত্ব হারায় গ্রুপ সি'র অন্য ম্যাচটি৷ এ ম্যাচে পেরু ও অস্ট্রেলিয়া মুখোমুখি হয়৷ পেরু গ্রুপের তলানিতে থাকায় তাদের জন্য জয়-পরাজয় সমান কথাই ছিল৷ কিন্তু ডেনমার্ক হারলে সুযোগ ছিল অস্ট্রেলিয়ার সামনে৷ কিন্তু সোচিতে খেলা যেন উলটোপথেই দৌঁড়ালো৷

কাগজে-কলমে অপেক্ষাকৃত শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে যেন জয়ের ভূত চেপে বসেছিল পেরুর মাথায়৷ দুর্দান্ত খেলে ২-০ গোলের একটি জয়ের সান্ত্বনা নিয়ে ঘরে ফিরবে তারা৷

পেরুভিয়ানরা আগের দু'ম্যাচের গোল খরা কাটালো দুর্দান্ত স্টাইলে৷ প্রথমার্ধের ১৯ মিনিটে অধিনায়ক গুয়েরেরোর ক্রস দুর্দান্ত ভলিতে প্রতিপক্ষের জালে পাঠালেন বেনফিকা উইঙ্গার ক্যারিলো৷ কিছুই করার ছিল না অজি গোররক্ষক ম্যাট রায়ানের৷ প্রথমার্ধ শেষ হয় ১-০তেই৷

Fußball WM 2018 Australien v Peru Tor 0:1
২০১৮ ফুটবল বিশ্বকাপে পেরুর প্রথম গোলছবি: Getty Images/M. Steele

দ্বিতীয়ার্ধেও গতি হারায়নি পেরু৷ ৫১ মিনিটে এবার অস্ট্রেলিয়ান ডিফেন্ডারদের ভুলকে কাজে লাগিয়ে অধিনায়ক গুয়েরেরো বাঁ পায়ের শটে পরাস্ত করেন রায়ানকে৷ ব্যবধান হয় দ্বিগুণ৷

এরপরও কিছু দুর্দান্ত সুযোগ তৈরি হয় পেরুর সামনে৷ কিন্তু ব্যবধান আর বাড়াতে পারেনি তারা৷