1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঢাকাইয়া ‘গাল্লি বয়' এর গানটি শুনেছেন?

৭ জুন ২০১৯

বলিউডে গত ফেব্রুয়ারি মাসে মুক্তি পাওয়া মুভি ‘গাল্লি বয়' হয়ত অনেকেই দেখেছেন৷ তারই আদলে এবার ঢাকায় একজন ‘গাল্লি বয়' অর্থাৎ গলির ছেলের দেখা পাওয়া গেল৷

https://p.dw.com/p/3K0So
Bangladesch Rohingya Flüchtlingscamp Cox's Bazar
প্রতীকী ছবিছবি: Getty Images/AFP/M. Uz Zaman

রানা নামের এই ছেলের গাওয়া একটি ব়্যাপ গান সম্প্রতি ফেসবুকে প্রকাশ করা হলে সেটি ভাইরাল হয়ে যায়৷ ‘ঢাবি মেট্রো - ১৯২১' নামের ফেসবুক পাতায় ভিডিওটি ৩১ মে আপলোড করা হয়৷ এখন পর্যন্ত তা ১৪ লাখের বেশিবার দেখা হয়েছে৷

গানটির কথা লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাহমুদ হাসান তবীব৷ তিনিই ভিডিওটি নির্মাণ করেছেন৷

তবীব জানিয়েছেন, ক'দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসএম হলের সামনে রানার সঙ্গে দেখা হওয়ার পর তিনি তাকে একটি গান শোনাতে বলেছিলেন৷ সেই সময় রানা তাকে একটি হিপ হপ গান শোনালে তার প্রতিভা দেখে মুগ্ধ হন তবীব৷ এরপরই ভাইরাল হওয়া গানটি লিখে রানাকে দিয়ে সেটি রেকর্ড করান তিনি৷

জেডএইচ/কেএম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য