1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঢাকায় মুখোমুখি মোমেন-জয়শঙ্কর

২০ আগস্ট ২০১৯

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর সোমবারে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রী একে আবদুল মোমেনের সাথে বৈঠকে বসেন৷ তাঁদের আলোচনায় তিস্তা ইস্যু উঠলেও, ছিল না কাশ্মীর৷

https://p.dw.com/p/3OBlO
AK Abdul Momen, Außenminister von Bangladesch
ছবি: DW/Harun Ur Rashid Swapan

২০১৯ সালে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পান সাবেক কূটনীতিক সুব্রহ্মণ্যম জংশঙ্কর৷ মন্ত্রীত্ব পাওয়ার পর এটাই তাঁর প্রথম বাংলাদেশ সফর৷

মঙ্গলবারে ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকে বসেন দুই দেশের পররাষ্ট্র মন্ত্রী৷ এর আগে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির উদ্দেশ্যে বঙ্গবন্ধু সিটি জাদুঘরে শ্রদ্ধাজ্ঞাপন করেন জয়শঙ্কর৷

ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ২৪ ডট কম জানাচ্ছে, বৈঠকশেষে একটি যৌথ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তাঁরা৷ সেখান থেকে জানা গেছে যে, বৈঠকে আলোচিত হয়েছে নিরাপত্তা, যোগাযোগব্যবস্থা, পানিবন্টন ও নাগরিক যোগাযোগ বৃদ্ধি৷

কিন্তু কাশ্মীর নিয়ে কোনো আলোচনা সেখানে হয়নি৷

অন্যদিকে, ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বাংলা ট্রিবিউন জানাচ্ছে যে, দুই দেশের ৫৪টি অভিন্ন নদীর পানি বণ্টনে ভারত সম্মতি জানিয়েছে৷ কিন্তু তিস্তার বিষয়ে পুরোনো অবস্থানেরই পুনরাবৃত্তি করেছেন জয়শঙ্কর৷

পাশাপাশি, ভারতের আসামে নাগরিকপঞ্জীর হালনাগাদ বিষয়ে প্রশ্ন করা হলে জয়শঙ্কর এই বিষয়কে ভারতের ‘অভ্যন্তরীণ বিষয়' বলেন৷ এছাড়া, সন্ত্রাসদমন কৌশল ও রোহিঙ্গা প্রত্যাবর্তন বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি৷

দুইপক্ষই আশাবাদী

এই বাংলাদেশ সফর নিয়ে যথেষ্ট আশাবাদী ভারত- সোমবারে ঢাকায় পৌঁছেই জানান জংয়শঙ্কর৷ অন্যদিকে, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মোমেনও বলেন একই কথা৷ তিনি বলেন, ‘‘জয়শঙ্করের সাথে বৈঠক খুব ভালো হয়েছে৷''

এবিষয়ে জয়শঙ্কর বলেন, ‘‘ভারতের জন্য বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ সহযোগী রাষ্ট্র এবং আমাদের ‘প্রতিবেশি নীতি'র অবিচ্ছেদ্য পিলার৷''

উল্লেখ্য, পররাষ্ট্র মন্ত্রী হবার পর চীন সফরে যান জংশঙ্কর৷ এরপর, বাংলাদেশ ছাড়াও তাঁর পরিকল্পিত সফরতালিকায় আছে নেপাল ও ভুটানের মতো দক্ষিণ এশিয়ার দেশগুলি৷

বিশেষজ্ঞরা বলছেন, এই সফর আসলে তুলনামূলকভাবে ছোট অথচ ভারতের পররাষ্ট্রনীতির জন্য গুরুত্বপূর্ণ, এমন রাষ্ট্রগুলির সাথে ভারতের কূটনৈতিক সম্পর্ক ঝালিয়ে নেবার কৌশল৷ উল্লেখজনকভাবে এই সফরগুলিতে কাশ্মীরের বিশেষ মর্যাদা পরিবর্তন ও সেই ইস্যু নিয়ে জাতিসংঘের আলোচনার বিষয়গুলি উঠে আসছে না৷

নিরাপত্তা পরিষদের সাম্প্রতিক কাশ্মীর-বিষয়ক বৈঠকে পাকিস্তানের বিপরীতে ভারতের ‘নৈতিক জয়' বর্তমানে ভারতকে কিছুটা হলেও কূটনৈতিক ‘মাইলেজ' দিয়েছে৷ যার ফলে, বাংলাদেশে বিচ্ছিন্নভাবে মর্যাদা বদলের বিরুদ্ধে প্রতিবাদ সংগঠিত হলেও রাষ্ট্রীয় স্তরে বিষয়টিকে ভারতের অভ্যন্তরীন ইস্যুর মর্যাদাই দেওয়া হচ্ছে৷ এমনটাই মনে করা হচ্ছে কিছু মহলে৷

মঙ্গলবার বাংলাদেশ সময় পাঁচটা নাগাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তাঁর বাসায় দেখা করবেন জয়শঙ্কর৷

এসএস/কেএম