1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গরমে জার্মানিতে দাবানলের শঙ্কা

২৯ জুন ২০১৯

চলতি গ্রীষ্মে ইউরোপ জুড়েই শুরু হয়েছে তীব্র দাবদাহ৷ গত একশ বছরের মধ্যে রেকর্ড তাপমাত্রার আশঙ্কা করছে জার্মান সরকার৷ শুষ্ক এ আবহাওয়ায় দেশটির বিভিন্ন অঞ্চলের জঙ্গলে অগ্নিকাণ্ডের ঘটনা বাড়ার বিষয়ে সতর্ক সরকার৷

https://p.dw.com/p/3LKGi
কম বৃষ্টিপাত ও তীব্র গরম মিলে অনিরাপদ দেশের বনাঞ্চলগুলোছবি: Getty Images/AFP/P. Barrena

সূর্যালোক আর উষ্ণ তাপমাত্রা বেশ ভালোই উপভোগ করেন ইউরোপের লোকেরা৷ তবে এ সময়টিতে জার্মানিসহ এ অঞ্চলের দেশগুলোতে জঙ্গলে অগ্নিকাণ্ডের ঘটনা অহরহ ঘটে৷ জার্মান সরকারের এক প্রতিবেদন বলছে, ২০১৮ সালে দেশটির বিভিন্ন অঞ্চলের বন-জঙ্গলে মোট ১৭শ'টি অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে৷ গেল বছরের মোট এ অগ্নিকাণ্ডের ঘটনা তার আগের বছরের তুলনায় প্রায় চার গুণ বেশী৷  চলতি বছরের তাপমাত্রার ক্রমাগত বৃদ্ধিতে তাই সতর্ক অবস্থায় রয়েছে দেশটির সরকার৷

জার্মানিতে সাধারণত শীতকালে প্রচুর বৃষ্টিপাত হয়৷ আবহাওয়া অধিদপ্তর বলছে, শীতকালে দেশটিতে প্রতি বর্গমিটারে বৃষ্টিপাতের পরিমান গড়ে ২১০ লিটার৷ কিন্তু গত কয়েকবছরে বৃষ্টিপাতের এ পরিমান কমে গিয়ে ১৮০ লিটারে নেমে এসেছে৷ শীতকালের এ বৃষ্টিপাত দেশটির বনাঞ্চলকে গ্রীষ্মকালে নিরাপদ রাখে৷ একদিকে কম বৃষ্টিপাত অন্যদিকে তীব্র গরম এ দুই মিলে অনেকটাই অনিরাপদ দেশের বনাঞ্চলগুলো৷

মোতায়েন রয়েছে নিরাপত্তরক্ষীরা

চলতি বছরে দাবাদাহে সৃষ্ট অগ্নিকাণ্ড ঠেকাতে এরই মধ্যে প্রস্তুতি নিয়েছে সরকার৷ তবে দেশটির পশ্চিমাঞ্চলীয় এলাকাগুলোতে বেশি সংখ্যক অগ্নিনিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে কেননা পরিসংখ্যান বলছে জার্মানির পশ্চিমাঞ্চলে সাম্প্রতিক সময়ে অগ্নিকাণ্ডের ঘটনা বেশি ঘটেছে৷ দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য ব্রান্ডেনব্যুর্গে গত বছর মোট ৫১২ টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে৷ গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে এএফডির সাংসদ কার্লহাইনজ ব্যুজেন বলেন, গত কয়েক বছর ধরেই জার্মানির বনাঞ্চলগুলোতে অগ্নিকাণ্ডের ঘটনা বাড়ছে৷ ‘‘এ অবস্থা মোকাবেলার জন্য আমরা প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছি৷''

প্রয়োজন যথেষ্ট সরঞ্জামাদি

অগ্নিকান্ড মোকাবেলায় দেশটির প্রস্তুতির বিষয়ে বলতে গিয়ে ব্যুজেন বলেন জার্মানির অগ্নিনিরাপত্তা ব্যবস্থ্যাকে নতুন করে সাজানো প্রয়োজন৷ স্থানীয় সরকারগুলোর অগ্নিনিরাপত্তার সক্ষমতা বৃদ্ধির জন্য জন্য প্রয়োজনীয় হেলিকপ্টার কিনতে পারে না৷ এ অবস্থার পরিবর্তন প্রয়োজন বলে মনে করেণ তিনি৷ এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, সরকার অগ্নিনিরাপত্তা ও দুর্যোগ মোকাবেলা ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে ২০১৯-২০২২ সময়ের জন্য অতিরিক্ত একশ মিলিয়ন ইউরো বরাদ্দ দিয়েছে৷  

আরআর/কেএম(এএফপি/ডিপিএ)