1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সন্ত্রাসী হস্তান্তর না করায় জার্মানির সমালোচনা

৮ ফেব্রুয়ারি ২০১৯

সাজাপ্রাপ্ত এক সন্ত্রাসীকে দেশে ফেরানোর বিষয়ে জার্মান সরকারের কঠোর সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র৷ আদেম ইলমাস নামের তুরস্কের এক নাগরিককে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে সাজাভোগের পর তুরস্কে ফেরত পাঠায় জার্মানি৷

https://p.dw.com/p/3D0C4
ছবি: picture-alliance/AP Photo/I. Fassbender

অনুরোধ করা সত্ত্বেও ইলমাসকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর না করায় জার্মান সরকারের কঠোর সমালোচনা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র৷

বিষয়টিকে ‘হতাশাজনক’ উল্লেখ করে যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল ম্যাথু হুইটেকার এক বিবৃতিতে বলেন, জার্মান সরকার ইচ্ছাপূর্বক ইলমাসকে বিচারের মুখোমুখি হতে দেয়নি৷ ইলমাসকে যুক্তরাষ্ট্রের কাছে না দেয়ার বিষয়টিকে তিনি আইনের শাসনের ব্যত্যয় বলে মনে করেন৷

২০০৭ সালে জার্মানিতে মার্কিন নাগরিকদের উপর ও দেশটির অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালানোর অভিযোগ প্রমাণিত হলে ইলমাসকে ১১ বছরের সাজা প্রদান করে আদালত৷ সাজার মেয়াদ শেষ হলে গত মঙ্গলবার তাঁকে তুরস্কে ফেরত পাঠানো হয়৷

এদিকে যুক্তরাষ্ট্রের একটি আদালতে ইলমাসের বিরুদ্ধে ২০০৮ সালে পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের উপর হামলা চালিয়ে দু’জন সেনা হত্যার অভিযোগ আনা হয়৷ এ অভিযোগে নিউইয়র্কের এক আদালতে দোষী সাব্যস্ত হলে যুক্তরাষ্ট্র সরকার জার্মান সরকারের কাছে ইলমাসকে হস্তান্তর করার অনুরোধ জানায়৷ ইসলামিক জিহাদ ইউনিয়ন নামের একটি ইসলামী উগ্রপস্থি সংগঠনের সদস্য ইলমাসের বিরুদ্ধে ২০০৬ সালে পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের উপর হামলার অভিযোগও রয়েছে৷

যুক্তরাষ্ট্রের এ প্রতিক্রিয়ায় জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, সব ধরনের আইনি প্রক্রিয়া মেনেই ইলমাসকে তুরস্কে ফেরত পাঠানো হয়েছে৷

এদিকে বিমানবন্দরে নামার পরই ইলমাসকে আটক করেছে তুরস্কের নিরাপত্তা বাহিনীর সদস্যরা৷ ইলমাসের বিরুদ্ধে তুরস্ক কর্তৃপক্ষ নতুন করে কোনো অভিযোগ আনবে কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি৷

আরআর/এসিবি (এএফপি, এপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য